Barak UpdatesBreaking News
বাঁক নিতে গিয়ে ১০০ ফুট খাদে সুমো, হত ৩, আহত ৯Sumo falls in 100 feet deep gorge while taking turn, 3 dead & 1 injured
২৫ নভেম্বর : দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্তের ভাইছড়ায় সোমবার একটি যাত্রীবাহী সুমো গাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচে পড়ে গেলে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় প্রায় ৯ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুমো গাড়িটি অতিরিক্ত যাত্রী নিয়ে মিজোরামের ভৈরবী থেকে ঘাড়মুড়ার সাপ্তাহিক বাজারে আসছিল। আসার পথে ২১ আই আর ব্যাটেলিয়ন ক্যাম্পের সামনে সড়কে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাবুল হোসেন নামে এক যাত্রীর মৃত্যু হয়। অন্য দুই যাত্রী হাবিব আলি ও লাল দেবী কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিতসাধীন অবস্থায় মারা যান।
এ দিকে, দুর্ঘটনায় সুমো গাড়ির চালক মারাত্মক জখম হয়েছেন। তিনি ছাড়াও শিলচরে চিকিতসাধীন অন্য তিনজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কাটলিছড়ার মহকুমাশাসক জেমস আইন্ড। এলাকার মানুষ এই দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালনাকে দায়ী করেছেন।