HappeningsBreaking News

সুখোই বিমান এ বার থাকবে আইজলেও
Sukhoi Jets will fly from civilian Airports in Aizawl & Guwahati

২ মে : প্রতিবেশী দেশগুলোর হুমকির মুখে দেশের পূর্ব ও উত্তর পূর্বে নিজেদের আরও শক্তি বৃদ্ধি করছে বায়ুসেনা। গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এ বার উত্তর-পূর্বের মিজোরামের আইজল বিমান বন্দরেও যুদ্ধবিমান রাখার চিন্তাভাবনা করছে বিমান বাহিনী।

বায়ু সেনার এক পদস্থ আধিকারিক বলেছেন, প্রতিবেশী দেশ চীন যেভাবে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, তাতে বায়ুসেনার শক্তি বৃদ্ধি করার জন্য অসামরিক বিমান ঘাটিকে প্রয়োজনে ব্যবহারের জন্য বেছে নেওয়া হচ্ছে। ফলে এইসব অসামরিক বিমান ঘাঁটি থেকেই উড়বে বায়ুসেনার ব্রহ্মাস্ত্র সুখোই এস-৩০।

এর পাশাপাশি বায়ুসেনা পশ্চিমবঙ্গের দুটি বিমানবন্দরকে বেছে নিয়েছে। ফলে এই অসামরিক বিমানবন্দর থেকে সুখোই এর মতো বিমান ওঠানামা করতে পারবে কি না তা পরীক্ষা করে দেখতে আগামী কয়েকদিন জোরদার প্রয়াস চালাবেন পাইলটরা। ওই আধিকারিক আরও বলেন, জরুরি পরিস্থিতিতে যাতে বিমান ওঠানামায় কোনও সমস্যা না হয়, সেজন্য আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker