Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন ১৮ নভেম্বরStudents’ Union election of Assam University to be held on 18 November
৮ নভেম্বর: আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ আগামী ১৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ মনোনয়ন পত্র আগামী ১১ নভেম্বর পর্যন্ত বিতরণ ও গ্রহণ করা হবে৷ সে দিনই সেগুলি পরীক্ষা করে দেখা হবে৷ ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে৷ বিশ্ববিদ্যালয় ইলেকশন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শান্তি পোখরেল জানিয়েছেন, তাঁরাই প্রতিদ্বন্ধীদের মধ্যে বিতর্কের আয়োজন করবেন। ১৬ নভেম্বর সকাল ১০টায় ওই সভা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা সেখানে নিজেদের পক্ষে যুক্তি দেখাবেন, ভোটের আবেদন জানাবেন। ১৭ নভেম্বর সকাল ১০টায় সরব প্রচার বন্ধ হয়ে যাবে। পরদিন ভোট নেওয়া হবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। ভোট শেষ হতেই গণনা প্রক্রিয়া শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের সর্বত্র যেন প্রচার সামগ্রী ছড়িয়ে দেওয়া না হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশন আগেভাগেই সতর্ক করে দিয়েছে। বিপিনচন্দ্র পাল অডিটোরিয়ামে পৌঁছার আগের খোলা জায়গায়, কেন্দ্রীয় রবীন্দ্র লাইব্রেরির বিপরীত দিকের খোলা জায়গায়, এডুকেশন ডিপার্টমেন্টের সামনে এবং এয়ভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সামনে।
একই সঙ্গে অধ্যাপক পোখরেল শুক্রবার সকল বিভাগীয় প্রধানদের কাছে নিজ নিজ বিভাগের ভোটারদের নাম কমিশনকে জানাতে অনুরোধ করেছেন। কারা ভোটার হবে, তাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সে অনুসারে, বিশ্ববিদ্যালয়ে পাঠরত স্নাতক, স্নাতকোত্তর, এক বছরের ডিপ্লোমা কোর্স, এম ফিল, পূর্ণ সময়ের পিএইচডি গবেষকরা ভোটাধিকার পায়।
ছাত্র সংসদের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, দুটি সহসম্পাদক (একটি ছাত্রীদের জন্য সংরক্ষিত), সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ম্যাগাজিন সম্পাদক এবং প্রতি বিভাগের একজন করে প্রতিনিধি ১৮ নভেম্বর ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।