HappeningsBreaking News

স্যারের শতবর্ষ, শিলচর থেকে ছাত্ররা দল বেঁধে ডিব্রুগড়ে
Students goes to Dibrugarh to wish their teacher on his 100th birthday

২১ ডিসেম্বরঃ শিক্ষকের জন্মশতবর্ষ। দলে দলে ছাত্ররা ছুটছেন স্যারের বাড়িতে। অসমের বিভিন্ন জেলাই শুধু নয়, বিভিন্ন  রাজ্য থেকে ছাত্ররা যাচ্ছেন ডিব্রুগড়ে। সেখানেই বাড়ি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামেরেটাস অমরেশ দত্তের।

Former students of Sir..

একশো বছরের জীবনে অধিকাংশটাই কেটেছে ছাত্র গড়ে। আজও ওই প্রক্রিয়া চলছে। তাই কত ছাত্রকে একদিনে নিজের বাড়িতে জায়গা দেবেন, কয়জনকে সাক্ষাতের সুযোগ দিতে পারবেন তিনি! ছাত্ররাই এগিয়ে এসে বছরভর কর্মসূচি চূড়ান্ত করে। এক-এক অঞ্চলের ছাত্রছাত্রীরা এক-এক দিনে।

সেই সূচি অনুসারে বৃহস্পতিবার সাক্ষাত করেন বরাক উপত্যকার ছাত্ররা। এখানে তাঁর জনাচল্লিশেক ছাত্র রয়েছেন। তাঁদের সকলের পক্ষে ডিব্রুগড়ে যান সন্তোষ চক্রবর্তী, সঞ্জীব দেবলস্কর, সমীরকুমার দাস ও অর্ধেন্দুকুমার দাস।

December 21: It is their teacher’s 100th birthday. His students are rushing to his house in groups to wish their teacher on this special day. Not only from various districts of Assam, but students from various parts of the country are going to Dibrugarh to meet their Sir. he is none other than Professor Amaresh Dutta, former Head of the Department of English, Dibrugarh University. He was also the Professor Emeritus.

Former students of Sir..

Prof. Dutta has spent most of his life in the profession of teaching. Students waited since long to wish their teacher on his 100th birthday. But the number of his students are so much that their Sir cannot accommodate all in his house on a day. His students came forward and chalked out a year long programme of celebration. A schedule was prepared. Students from each region/area was assigned a specific date to meet their teacher.

As per the schedule, the students of Prof. Amaresh Dutta from Barak Valley met him on Thursday. They took along with them a citation which they made for their beloved teacher. There are around 40 of his students over here. On their behalf Dr. Santosh Ranjan Chakraborty, Sanjib Deb laskar, Samiran Kumar and Ardhendu Kumar Das went to greet their teacher at Dibrugarh.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker