NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বেসরকারি হাসপাতালে আরটি-পিসিআর টেস্ট ৫০০ টাকাState govt fixes rate of RAT & RT-PCR tests to be conducted in pvt hospitals
৪ এপ্রিল : রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ বেসরকারি হাসপাতালে কোভিডের আরটি-পিসিআর টেস্টের জন্য নতুন মাশুল ধার্য করেছে। এখন হাসপাতালে গিয়ে স্যাম্পল দিয়ে আরটি-পিসিআর টেস্ট করালে লাগবে ৫০০টাকা। তবে স্যাম্পল যদি বাড়ি থেকে সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে ৭০০ টাকা মাশুল দিতে হবে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর জন্য দিতে হবে ২৫০ টাকা।
এর আগে গত বছরের ডিসেম্বর মাসে বেসরকারি হাসপাতাল বা পরীক্ষাগারে আরটি-পিসিআর টেস্টের জন্য ১০০০ টাকা ধার্য করা হয়েছিল। সেক্ষেত্রে বাড়ি থেকে স্যাম্পল সংগ্রহ করলে গুণতে হতো ১২০০ টাকা। তাছাড়া র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য ৫০০ টাকা ধার্য ছিল।
তবে সরকারি হাসপাতালে এখনও বিনামূল্যে কোভিড টেস্টের ব্যবস্থা রয়েছে। এ দিকে রাজ্যে কোভিড সংক্রমণ ফের বাড়তে থাকায় সরকার বিমান বন্দর ও রেল স্টেশনে কোভিড টেস্ট বাধ্যতামূলক করেছে। মাস্ক পরিধানের ক্ষেত্রেও কঠোর নিয়মনীতি ঘোষণা করা হয়েছে।