NE UpdatesHappeningsBreaking News
চাকমা হাজংদের কেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপসুর আপত্তিতে কমিটি গড়ল অরুণাচল সরকার
ওয়েটুবরাক, ১ আগস্ট : অরুণাচল প্রদেশের চাংলাং জেলার চাকমা-হাজংদের অনৈতিক ভাবে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন (আপসু)-র এই অভিযোগের তদন্তে কমিটি গঠনের কথা ঘোষণা করল রাজ্য সরকার৷ কমিশনার কলিং তায়েংকে ওই কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে৷ অভিযোগকারী আপসু-র দুই সদস্যকেও অন্তর্ভুক্ত করা হবে তাতে৷ তাদের ১৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে৷ বিস্তারিত রিপোর্ট দিতে হবে ৪৫ দিনের মধ্যে৷
রাজ্য সরকারের যুগ্ম সচিব রাজীব তাকুক এই সংবাদ দিয়ে বলেন, চাকমা-হাজংদের দেওয়া সার্টিফিকেটগুলো এই সময়ে সাসপেন্ড বলেই ধরে নেওয়া হচ্ছে৷ কমিটি তদন্ত করে যে রিপোর্ট দেবেন এর ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷
এদিকে, চাংলাঙের ইএসি কার্যালয়ের ঠিকা ভিত্তিক কর্মী রবিন চাকমাকে চাকরি থেকে বরখাস্ত করা এবং সার্টিফিকেট ইস্যুর জন্য জেলাশাসক ও ইএসি-র শাস্তি দাবি করে আপসু আগামী ৩ আগস্ট যে বনধ ডেকেছিল, কমিটি গঠনের প্রেক্ষিতে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷
চাকমা-হাজং সংগঠনগুলির বক্তব্য, রেসিডেন্ট সার্টিফিকেট তাদের আইনসংগত অধিকার৷ তাই চাকমা-হাজংদের সার্টিফিকেট ইস্যু করে কেউ কোনও ভুল করেননি৷ তাঁদের কথায়, রবিন চাকমা হলেন ভারতীয় নাগরিক৷ তাই তিনি ঠিকাভিত্তিক চাকরি পেতেই পারেন৷ চাকমা বলেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি অযৌক্তিক৷
তাঁরা ৬০ বছরের বেশি সময় ধরে অরুণাচল প্রদেশে রয়েছেন বলে দাবি করেন৷ বলেন, রাজ্যের চাকমা-হাজংদের ৯৫ শতাংশের জন্ম এই রাজ্যে৷ আপসুর দাবি, শরণার্থী হিসাবে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল৷ আজীবন কেউ শরণার্থী থাকতে পারে না৷ তাদের এখন বহিষ্কার করা হোক৷