HappeningsBreaking News
সুদীপ রায়বর্মনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন বিপ্লব দেবSudip Roy Barman sacked from ministry by CM Biplob Deb
৩১ মেঃ সুদীপ রায়বর্মনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর হাতে থাকা পূর্ত, শিল্প-বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর আপাতত মুখ্যমন্ত্রী নিজে দেখভাল করবেন। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দফতর উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মনকে দেখতে বলা হয়েছে। শুক্রবার রাতে রাজভবন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর পরামর্শে সুদীপবাবুর মন্ত্রিত্ব খারিজ করা হল।
এমন একটা বিষয় অবশ্য বেশ কিছু দিন আঁচ করা যাচ্ছিল। মু্খ্যমন্ত্রীর সঙ্গে ক্রমে দূরত্ব বাড়ছিল সুদীপবাবুর। এর মধ্যে তাঁর পিতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মণ বিজেপি-তে যোগ দিয়েও কংগ্রেসে ফিরে গিয়েছেন। লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। ভোটের পর সুদীপবাবুও বিজেপিতে থাকবেন কি না প্রশ্ন উঠেছিল।
প্রচণ্ড কড়াকড়ির মধ্যেও দুই আসনেই দলের জয়লাভের দরুন হাইকমান্ডের কাছে বিপ্লববাবুর গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। একেই এ বার কাজে লাগালেন, সুদীপ রায়বর্মনকে মন্ত্রিসভা থেকে বের করে দিলেন। এর মধ্য দিয়ে অবশ্য তিনি এক বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন দলের নেতা-কর্মীদের কাছে।