Barak UpdatesBreaking News
শ্রীজাত পর্বঃ সোশ্যাল মিডিয়ার কিছু লেখাSrijato episode: Some reactions on social media
দিলীপকুমার দে, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শিলচর টিচার্স ট্রেনিং কলেজঃ শিলচরের লজ্জা।একজন কবিকে তার অনুষ্ঠান করতে,কবিতা পড়তে দেওয়া হয়নি। বিক্ষোভকারীরা তো সেখানে আমন্ত্রিত ছিল না, তবে তারা গিয়ে কবিকে অপমান করল, হোটেলে ভাঙচুর করল। এটা তো বরাকের সংস্কৃতি নয়। কবিকে, তার সৃষ্টিকে অপছন্দ করলে দূরে থাকতে পারত, তার কবিতা না পড়লেই পারত। তাই বলে কোনও কবি-সাহিত্যিককে ওরা হিংস্র কাণ্ডকারখানার মাধ্যমে অপমান ও লাঞ্ছনা করতে পারে না। আমরা একবিংশ শতাব্দীর মুক্ত চিন্তাভাবনার যুগে বাস করে মধ্যযুগীয় আচরণ করছি। এই কি আমাদের শিক্ষা, এই কি আমাদের সংস্কৃতি?
চন্দ্রিমা দত্ত, কবিঃ যারা হল্লা করলো—একদল মূর্খ। কবি ও কবিতা তাদের আওতার বাইরে। এদের পুষ্টি জুগিয়ে চলে যে রাজনীতি তাদের কিছু বদমতলব ছিলো। তাই এই ‘শ্রীরাম, ত্রিশুল, কন্ডোম’ শব্দগুলো মিলিয়ে হল্লাবোল করলো। কিন্তু অনুষ্ঠান সফল হয়েছে বলে আমার মনে হয়। সেদিন সন্ধ্যায় বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলদীপ জ্বালিয়ে ‘এসো বলি’ সংগঠন— এর সূচনা হলো তরুণ কবি শ্রীজাত-এর হাত দিয়ে। ২৮জন প্রাণোচ্ছল ছেলে-মেয়ের গানের সিডি উন্মোচিত হয় শ্রীজাতের হাত দিয়ে। সম্মানিত ব্যক্তিরা পেলেন সম্মান। শ্রীজাত বক্তব্য রাখলেন অল্প কথায়। কারণ তার কলম তীব্র কথা বলে বলেই বক্তব্য তার পরিমিতির মধ্যে থাকে। শোনালেন আমাদের সকলের প্রিয় কালিকাকে নিয়ে দারুণ একটি কবিতা। আমি মনে করি, ওইসব হল্লাবলে কবিতারই জয় হলো। তাই প্রশাসনেরও কবিকে সুরক্ষা দিতে হলো। সেদিনের সভায় সকলেই সাহিত্য ও সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষরা উপস্থিত ছিলেন।
দীপক সেনগুপ্ত, প্রাবন্ধিক-শিক্ষকঃ অন্ধকারে আলোর তীব্রতা বোঝা যায়। আমি বুঝতে পারলাম, অন্ধকার যত গাঢ় থেকে গাঢ়তরই হোক, শিলচরে অনেক বাতিস্তম্ভ আছে যারা অন্যায়ের প্রতিরোধে একযোগে জ্বলে উঠলে সূর্যের আলোকে হার মানাবে। আমি আশাবাদী।
এম শান্তিকুমার সিংহ, সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেস, কাছাড় জেলা সমিতিঃ মানবিক অধঃপতন রোধ করা না গেলে কোনও জাতিই মেরুদণ্ড খাঁড়া করে দাঁড়াতে পারে না। বর্তমান পরিস্থিতিতে অসম তথা বরাক উপত্যকাতে যে অশান্তির পরিবেশের সৃষ্টি হয়েছে, তা দেশের গণতন্ত্রের প্রকৃত বিকাশে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে।শাসকদলের ধর্মীয় মেরুকরণের নিন্দনীয় বক্তব্যগুলোই সমাজে অশান্তির বাতাবরণ তৈরি করেছে।