SportsBreaking News

প্রথম দিনেই কুস্তিতে সোনা, শ্যুটিংয়ে ব্রোঞ্জ
Spectacular start:India wins1 gold 1 bronze

প্রথম দিনেই সোনাজয়। জাপানকে হারিয়ে কুস্তিতে চ্যাম্পিয়ন হল ভারত। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে তাকাতানি দিয়াচিকে ১১-৮ পয়েন্টে  হারিয়ে দেন বজরং পুনিয়া। টানটান লড়াইয়ে শেষহাসি হাসে ভারতের ২৪ বছর বয়সী এই রেসলার। পদক ছিনিয়েই বজরং তা সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে উতসর্গ করেন।

আজ দিনের শুরুতে শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতে ভারত অষ্টাদশ এশিয়ান গেমসে পদক প্রাপ্তি শুরু করে। অপূর্বি চান্দেলা ও রবি কুমার মিক্সড টিম বিভাগে তৃতীয় স্থান দখল করে। কিন্তু কুস্তিতে দুইবারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমার শুরুতেই বাহরিনের আদম বাতিরভের কাছে হেরে যান। ২-১-এ এগিয়ে থেকেও তিনি খেলা শেষ করেন ৩-৫-এ। তাঁর কাছে ভালো প্রদর্শনের আশা করছিলেন ভারতীয়রা। কুস্তিতে অবশ্য আরও একটি পদক জেতা নিশ্চিতপ্রায়। ভারতের পবন কুমার আজ কোয়ার্টার ফাইনালে হেরে যান। ইরানের হাসান ইয়াজদানি তাঁকে হারিয়ে দেন। ইয়াজদানি পরে আরেক ম্যাচ জিতে ফাইনালে ওঠেন। এখন তিনি চ্যাম্পিয়ন হলে পবনকুমার ব্রোঞ্জ পাবেন। কুস্তিতে অলিম্পিকের নিয়ম হলেন, ফাইনাল লড়াইয়ে সোনা-রূপা স্থির হয়। ব্রোঞ্জ জেতেন আগের ম্যাচে চ্যাম্পিয়ন যাঁকে হারিয়েছেন। সেই হিসেবে ইরানের ইয়াজদানি সোনা জিতলে ব্রোঞ্জ পাবে ভারত।

এ ছাড়া, ভারতের সাজন প্রকাশ সাঁতার প্রতিযোগিতায় সোনাজয়ের লড়াইয়ে রয়েছেন। ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে আজ চমক দেখিয়েছে বন্যাক্রান্ত কেরলের এই যুবক। তিনি আজ প্রথম ম্যাচে উজবেকিস্তানের সিরিজুদ্দিন খাসানভকে হারান। পরের ম্যাচে পরাস্ত করেন তাজিকিস্তানের ফেইজিয়েভ আব্দুল কাসিমকে।

অন্যদিকে, সাঁতারে ১০০ মিটার বেকস্ট্রোক ইভেন্টে খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন শ্রীহরি নটরাজ সপ্তম স্থানে থেকে তাঁর লড়াই শেষ করেন। এই ইভেন্টে সোনা জেতেন চিনের জি জিয়াউ।

কাল বাইক চালিয়ে স্টেডিয়ামে উপস্থিত হয়ে অষ্টাদশ এশিয়ান গেমসের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জুকু উইদুদু। আজ শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। প্রথম সোনা জিতে নেয় চিনের সান পেইয়ুয়ান। তবে একটি ব্রোঞ্জ অতিরিক্ত জিতে পদক তালিকায় কোরিয়া শীর্ষতম স্থানে। ২টি সোনা, ২টি রূপো ও ১ টি ব্রোঞ্জ। চিন ২টি সোনা, ২টি রূপো। আয়োজক ইন্দোনেশিয়া এ পর্যন্ত ১টি সোনা ও ১টি রৌপ্যপদক পেয়েছে। তারা রয়েছে তৃতীয় স্থানে।

The 1st day of 18th Asian Games at Jakarta witnessed India winning its first gold. A dominating Bajrang Punia opened India’s gold medal account at the Asian Games, bringing smiles and relief to the Indian camp which was jolted by the early exit of star wrestler Sushil Kumar on Sunday.

Bajrang Punia won gold in Men’s 65 Kg Freestyle Wrestling. Bajrang defeated Japan’s Takatani Diyachi by 11-8 points. The 24 year Bajranj dedicated his gold medal to late Prime Minister Atal Bihari Vajpayee. Earlier in the day, Ravi Kumar and Apurvi Chandela won bronze in 10m air rifle mixed team.

The Indian contingent has reached Jakarta on Saturday for the 18th Asian Games. The contingent consists of 804 athletes and officials.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker