Barak UpdatesBreaking News
সিভিলে ষাটোর্ধ্বদের বিশেষ স্বাস্থ্য শিবিরSpecial Health Camp at Civil Hospital for senior citizens
১৬ মার্চঃ শিলচর সিভিল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেলেন ষাটোর্ধরা। শনিবার হাসপাতালের আসাম মেডিক্যাল সার্ভিস এসোসিয়েশন ভবনে আয়োজিত হয় এই শিবির। উদ্যোগ নিয়েছে জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, কাছাড়। যৌথ সহযোগিতায় ছিল শিলচর রোটারি ক্লাব ও দ্য গ্রিনস। কেন্দ্র সরকারের এনসিডি (নন কমিউনিক্যাবল ডিজিজ)প্রোগ্রামের অন্তর্গত এদিন ১০০ জন ষাটোর্ধ পুরুষ-মহিলার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।
কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা: সুদীপজ্যোতি দাস, ডিস্ট্রিক্ট সারভাইল্যান্স অফিসার ডা: অজিতকুমার ভট্টাচার্য, এনসিডি-র নোডাল অফিসার ডা: মইনুল হক, মৌসুমী ভৌমিক রায়, রোটারি ক্লাবের ডা: বাবলু বণিক, গ্রিনসের শঙ্কর চক্রবর্তী সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উল্লেখযোগ্য ভূমিকা নেন শিবিরকে সফল করে তুলতে।
তাছাড়া, চক্ষু পরিষেবা দিতে এগিয়ে এসেছে ‘ভিশন কেয়ার অন হুইল’। চক্ষু পরীক্ষার পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট শতাংশ ছাড় দিয়ে এনজিও-টি চশমা ও ওষুধ দিয়েছে রোগীদের। চোখ ছাড়াও মেডিসিন ডায়াবেটিস, ইএনটি, দন্ত বিশেষজ্ঞরা রোগীদের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। জুরি শর্মা, বিজে দেব সিকদার, দেবশুভ্র কুন্ডু, মধুমিতা ভট্টাচার্য, দেবতোষ সেন পুরকায়স্থ প্রমুখ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন।
English text here