India & World UpdatesAnalytics

সর্বদলীয় সভায় সংসদে শান্তিপূর্ণ কাজের আহ্বান অধ্যক্ষ ওম বিড়লার
Speaker Om Birla appeals for peaceful sessions during an all-party meeting

১৭ নভেম্বর : সোমবার সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। তার আগে শনিবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শীতকালীন অধিবেশন। এ দিনের সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টিআর বালু, বিএসপির দানীশ আলি, এলজেপির চিরাগ পাসওয়ান, এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়েইসি। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাবল।

উল্লেখ্য, আসন্ন শীতকালীন অধিবেশনে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে মুখর হতে পারেন বিরোধীরা বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে শিবসেনার সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভায় বিরোধী আসনে বসবেন শিবসেনার সাংসদরা। এ দিনের বৈঠকে সংসদ শান্তিপূর্ণভাবে চালানোর জন্য সকল রাজনৈতিক দলের নেতাদের আহ্বান জানান অধ্যক্ষ ওম বিড়লা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker