Barak UpdatesBreaking News
রাকেশ রৌশন বদলি, নয়া এস পি মুগ্ধজ্যোতি মহন্তSP Transferred: Mugdhajyoti Mahanta new SP of Cachar, Manabendra Deb Roy SP Karimganj
বদলি হয়েছেন সাউদার্ন রেঞ্জের ডিআইজিও। দেবরাজ উপাধ্যায়ের জায়গায় আসছেন প্রশান্তকুমার দত্ত। এতদিন তিনি ডিআইজি (সিকিউরিটি)-র দায়িত্ব পালন করছিলেন। দেবরাজবাবু গুয়াহাটি মহানগর পুলিশ কমিশনারেটে জয়েন্ট কমিশনার হিসেবে যোগ দেবেন। সে জায়গায় বর্তমানে রয়েছেন দিগন্ত বরা। দিগন্তবাবুকে ডিআইজি (প্রশাসন)-এর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একইসঙ্গে ছিলেন সেন্ট্রাল ওয়েস্ট রেঞ্জেরও ডিআইজি। সে জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অখিলেশপ্রসাদ সিংকে।
একই সঙ্গে বদলি করা হয়েছে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার ভিভি রাকেশ রেড্ডিকেও। তাঁকে বড় দায়িত্ব দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২৬নং এপিআইআর ব্যাটেলিয়নে। সেখানে তিনিই হবেন নতুন কমান্ডিং অফিসার। তাঁর জায়গায় হাইলাকান্দি থেকে কাছাড়ে এসে দায়িত্ব নেবেন জগদীশ দাস। এ সংক্রান্ত নির্দেশ অবশ্য বৃহস্পতিবারই বেরিয়েছে।
শুক্রবার জানানো হয়েছে, কার্বি আংলঙের বর্তমান ড. ভিএসপি গাঞ্জালা ডিআইজি পদে উন্নীত হয়েছেন। তাঁকে ইস্টার্ন রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি ড. আরপি মিনা এখন এই দায়িত্ব অতিরিক্ত হিসেবে পালন করছিলেন। ডিআইজি পদে উন্নীত হয়েছেন শোনিতপুরের পুলিশ সুপার পৃথিপাল সিংও। তাঁকে ডিআইজি (সিকিউরিটি) করা হয়েছে। ২৬ নং আইআরএপি ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট সত্যরাজ হাজরিকাকে ডিআইজি করে বড়ো টেরিটোরিয়াল স্বশাসিত জেলায় নিয়ে যাওয়া হয়েছে। হোমগার্ড ও সিভিল ডিফেন্সের নতুন ডিআইজি হয়েছেন বিআইইও-র পুলিশ সুপার শ্যামলপ্রসাদ শইকিয়া। গুয়াহাটি মহানগরের ডিসিপি লুইস আইন্ডকে নর্থ-ইস্টার্ন রেঞ্জের ডিআইজি পদে উন্নীত করা হয়েছে। ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপসনের নতুন ডিআইজি হয়েছেন মইনুল ইসলাম মন্ডল। তিনি এখন দেড়গাঁওস্থিত পুলিশ ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন। দেড়গাঁওর কমান্ড্যান্ট আবু সুফিয়ানকে পদোন্নতি দিয়ে রেল পুলিশের ডিআইজি করা হয়েছে। ডিআইজি (আইন-শৃঙ্খলা) হচ্ছেন তৃতীয় এপিটিএফ কমান্ড্যান্ট আইনুল হক।
বেশ কয়েকজন অতিরিক্ত পুলিশ সুপারও পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন। নলবাড়ি থেকে এসপি করে বরপেটায় নিয়ে যাওয়া হয়েছে ড. রবিন কুমারকে। সেখানকার বর্তমান এসপি ভায়োলেট বরুয়াকে পাঠানো হয়েছে নবম পুলিশ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার পদে। মরিগাওয়ের এএসপি অপর্ণা এন হচ্ছেন এসপি (এসবি সিকিউরিটি)। সে জায়গায় এতদিন ছিলেন সুভাষিনী শঙ্করন। তাঁকে ডিব্রুগড়ের পুলিশ সুপার করা হয়েছে। ডিব্রুগড় থেকে গৌতম বরাকে দশম ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট করে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে ওয়াইটি গ্যাতসোকে দ্বাদশ ব্যাটেলিয়নে পাঠিয়েছে সরকার। ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার পুষ্পরাজ সিংকে গোলাঘাটের পুলিশ সুপার পদে উন্নীত করা হয়েছে। গোয়েন্দাবাহিনীর নতুন পুলিশ সুপার হচ্ছেন উদালগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গৌরব অভিজিত দিলীপ। বর্তমানে এই দায়িত্বে রয়েছেন থুবে প্রতীক বিজয়কুমার। তাঁকে বাকসার নতুন পুলিশ সুপার করা হয়েছে। সেখান থেকে বিনয় কলিতা যাবেন তৃতীয় এপিটিএফ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার হিসেবে। ধেমাজির অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত সিংকে গুয়াহাটি কমিশনারেটের ডিসিপি করা হয়েছে। লখিমপুর থেকে চিরাঙ গিয়েছেন পুলিশ সুপার সুধাকর সিং। চিরাঙের যুবরাজকে একই পদে বদলি হয়েছে ধুবড়িতে। সেখান থেকে উদালগুড়ির দায়িত্ব নেবেন এল টেরাং। উদালগুড়ির পুলিশ সুপার রাজবীরকে পাঠানো হয়েছে বিআইইও-র এসপি করে। চতুর্থ এপিটিএফ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট হচ্ছেন দিগন্তকুমার চৌধুরী। পুলিশ সুপার সুবোধকুমার সোনোয়াল শিবসাগর থেকে বঙাইগাঁও যাচ্ছেন। বঙাইগাঁওয়ের এসপি হৃদয়জিত মহন্তকে এসপি বিআইইও করা হয়েছে। চড়াইদেওর পুলিশ সুপার জিতমল দোলে হয়েছেন নতুন এসপি (জেড)। সেই দায়িত্ব থেকে সরিয়ে ধেমাজির এসপি করা হয়েছে ধনঞ্জয় পি ঘানাওয়াতকে। নীলেশ টি সাওয়াকরি বদলি হয়েছেন ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন এসপি পদে। সেই পদ থেকে আনন্দ মিশ্রকে নিয়ে যাওয়া হয়েছে চড়াইদেওর এসপি করে।