India & World UpdatesSportsBreaking News

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ
Sourav Ganguly hospitalized in Kolkata after mild cardiac arrest

২ জানুয়ারি : নতুন বছরের দ্বিতীয় দিন আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। শনিবার সকালে বাড়িতেই জিম করছিলেন তিনি। পরিচিত মহলে জানা গিয়েছে, সেই সময় বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কোন কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে যান, তা বিস্তারিত খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিত্‍সকরা। জানা গিয়েছে, গতকাল রাত থেকেই কিছুটা অসুস্থ ছিলেন মহারাজ। তারপর এদিনের এই অসুস্থতা।

বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। ইমারজেন্সি থেকে তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েই দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কিংবদন্তির আরোগ্য কামনা করেছেন। সৌরভ ঘনিষ্ট বোরিয়া মজুমদার পরে টুইট করে জানান, ‘জিম করার সময় অসুস্থতা বোধ করায় হাসপাতালে কিছু টেস্ট করতে যান সৌরভ। সেই পরীক্ষা নিরীক্ষাতেই ধরা পড়ে সৌরভের হৃদপিণ্ডে গোলযোগ রয়েছে। আপাতত হাসপাতালের পক্ষ থেকে তিন চিকিত্‍সককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। সরোজ মন্ডল অস্ত্রোপচার করবেন।’

Jan. 2: Former India skipper and current BCCI president Sourav Ganguly was admitted to hospital after suffering chest pain on Saturday morning and will need to get angioplasty done by evening, according to the reports.

While it is still not clear what the exact issue is with Ganguly, early reports suggest that he has suffered a cardiac arrest. Sourav Ganguly was rushed to the Woodlands hospital in the city after falling ill this morning while working out in the gym at his residence.

In a tweet, West Bengal Chief Minister Mamata Banerjee wrote, “Sad to hear that Sourav Ganguly suffered a mild cardiac arrest and has been admitted to hospital. Wishing him a speedy and full recovery.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker