Barak UpdatesBreaking News

৩ নভেম্বর বঙ্গভবনে বসে আঁকো, চলছে নাম লেখানো
Sit & draw competition at Banga Bhavan on 30 November, name enlistment going on

২৪ অক্টোবর: ইদ ও বিজয়া সম্মেলন উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি আগামী ৩ নভেম্বর বসে আঁকো প্রতিযোগিতা এবং নৃত্যোৎসবের আয়োজন করেছে৷ পাণ্ডব চন্দ্র পাল স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা হবে তিন বিভাগে৷

Rananuj

৫ বছর বয়স পর্যন্ত, ৬ থেকে ১২ বছর বয়স পর্যন্ত এবং ১৩ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত৷ নিজের পছন্দের যে কোনও ছবি আঁকা যেতে পারে৷ সময় দেওয়া হবে এক ঘণ্টা৷ আগ্রহী প্রতিযোগীদের আগামী ১ নভেম্বরের মধ্যে নাম লেখাতে কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে৷ ৯৪৩৫১৭৩১৯৫ বা ৯৪৩৫১৭৭৪২৮ নম্বরে ফোন করে বা বেলা ১২টা থেকে ২টার মধ্যে বঙ্গভবনে এসে নাম লেখানো যেতে পারে৷

প্রতিযোগিতার দিনে বয়সের প্রমাণপত্র দেখাতে হবে৷ আয়োজকদের পক্ষ থেকে আর্ট পেপার সরবরাহ করা হবে৷ প্রয়োজনীয় অন্যান্য অঙ্কনসামগ্রী প্রতিযোগীদের সঙ্গে নিয়ে আসতে হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker