Barak UpdatesHappeningsBreaking News
বাড়ির সামনেই আক্রান্ত বিক্রমজিত বাউলিয়াSinger Bikramjit Baulia attacked near his house
ওয়েটুবরাক, ১ জুনঃ করোনায় আক্রান্ত মানুষদের মন সতেজ রাখার জন্য,তাঁদের একাকীত্ব দূর করার জন্য তাঁর মোবাইল সারাক্ষণ খোলা থাকে। ফোন করলেই গান শোনান। সেই সঙ্গীতশিল্পী বিক্রমজিত বাউলিয়া আজ মঙ্গলবার সমাজবিরোধীদের হাতে আক্রান্ত হন।
তিনি জানিয়েছেন, রাত তখনও দশটা বাজেনি। নিজের ফার্মেসি থেকে মালুগ্রামের বাড়িতে ফিরছিলেন। তাঁর বাড়ির গলির মুখে দুই যুবকের মারপিট লাগে। বিক্রম কাউকেই কিছু বলে নিজেদের গলিতে ঢোকার জন্য স্কুটির বাঁক কাটবেন। তখনই এক যুবক তার স্কুটির সামনে এসে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে ব্রেক কষেন। কিন্তু যুবকটি তখন তার শরীরে স্কুটি তুলে দেওয়ার অভিযোগ তুলে বিক্রমকেই মারপিট শুরু করে। তিনি স্কুটি থেকে পড়ে যান। তাঁর কাছে আশ্চর্যজনক ঠেকে, পরে দুই যুবক আবার একসঙ্গে জোট বেঁধে পালিয়ে যায়। বিক্রমজিত যুবকদের চিনতে পারিনি। বয়স 22-24 বছরের।
বিক্রমজিত জানান, তিনি সঙ্গে সঙ্গে মালুগ্রাম ফাঁড়িতে গিয়েছিলেন। কিন্তু আজ মঙ্গলবার ফাঁড়িতে দুইজনের পজিটিভ ধরা পড়েছে বলে পুলিশকর্তারা বাইরে থেকেই জানিয়ে দিয়েছেন, বুধবার ফাঁড়ি স্যানিটাইজেশনের পরে যাওয়ার জন্য।