NE UpdatesHappeningsBreaking News

বিএসএফের বড় সাফল্য, মিজোরামে বাজেয়াপ্ত ৩০টি রাইফেল, ৮ হাজার গুলি
BSF seized big haul of sophisticated arms & ammunition

২৯ সেপ্টেম্বর: বড়সড় সাফল্য পেল সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)৷ মিজোরামে উদ্ধার করল প্রচুর অস্ত্র ও গোলাবারুদ৷ এর মধ্যে রয়েছে ২৯টি একে সিরিজের রাইফেল, ১টি কার্বাইন৷ মিলেছে ২৮টি ম্যাগাজিন এবং ৭ হাজার ৮৯৪ রাউন্ড কার্তুজ৷

Rananuj

বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অস্ত্রের চোরাচালানের বিষয়ে বিএসএফের গোয়েন্দা শাখা জানতে পারলে অভিযানের ছক কষা হয়৷ সোমবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিমি দূরে মিজোরামের মমিত জেলার ফুলডঙসি গ্রামে ওৎ পেতে থাকেন বিএসএফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা৷ নেতৃত্বে ছিলেন টুআইসি এস কে  পিল্লাই৷ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসএফেরই ডিআইজি (আইজল) কুলদীপ সিং৷ নির্দিষ্ট দুই গাড়ি এমজেড ০১কে ৫২৬২ এবং এমজেড ০১এল ৪৯৪৯ সেখানে পৌঁছাতেই দাঁড় করিয়ে দেয়৷ তল্লাশি চালিয়ে দুই গাড়ির বনেটে গোপন চেম্বারের সন্ধান মেলে৷ সেখানেই পাওয়া যায় ওই অস্ত্রভাণ্ডার৷ গ্রেফতার করা হয় ৩ জনকে৷ এরা হল লালুয়াপজৌভা (৫৬ বছর), ভানলালুয়াটা (২৫ বছর) এবং লিয়ানসঙ্গা (৪৬ বছর)৷ তিনজনেরই বাড়ি আইজলে৷ ধৃতদের কাছ থেকে ৩৯ হাজার ২০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker