Barak UpdatesBreaking News

রজত জয়ন্তী : অঙ্কন প্রতিযোগিতা মহর্ষি বিদ্যামন্দিরে
Silver Jubilee: Art Competition at Maharshi Vidya Mandir

২৬ অক্টোবর: রজত জয়ন্তী উদযাপন করছে মহর্ষি বিদ্যমন্দির শিলচর। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিদ্যমন্দিরের অধ্যক্ষা শমিতা দত্তের নেতৃত্বে এসব আয়োজনকে সফল করে তুলতে সক্রিয় রয়েছেন শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা।

এই ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শনিবার এক অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয় স্কুলে। মোট ১১টি স্কুল অংশ নেয়। বিভাগ ছিল দুটি। ব্যাপক সাড়া মিলে। বিচারকের দায়িত্বে ছিলেন পুলক দত্ত ও অরুণ কুমার পাল। তাছাড়া, এ দিন পড়ুয়ারা বৈদিক শ্লোকও পাঠ করে।

এ দিকে, প্রতিযোগিতার শেষে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গ্রুপ এ-তে প্রথম হয় মহর্ষি বিদ্যমন্দিরের সঞ্জীবন পাল, দ্বিতীয় মহর্ষির প্রাচী কুমারী ও তৃতীয় হয় হলিক্রসের শুভ্রজিৎ সাহা। গ্রুপ বি-তে রামানুজ বিদ্যামন্দিরের রাহুল দাস হয়েছে প্রথম। দ্বিতীয় মহর্ষি থেকে তনবী পাল। যুগ্মভাবে তৃতীয় হয়েছে প্রনবান্দ বিদ্যমন্দিরের কনসোম দীপ্তি সিংহ ও শাশ্বত সূত্রধর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker