Barak UpdatesHappeningsBreaking News

কাঁঠাল রোডে পিস্তল সহ তিন যুবক গ্রেফতার, অপহরণের চেষ্টার অভিযোগ
3 youths arrested along with pistol in Silchar, alleged kidnapping attempted

ওয়েটুবরাক, ৩ অক্টোবরঃ কাঁঠাল রোডে পিস্তল সহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। হইহল্লা শুনে এলাকাবাসী বেরিয়ে তাদের ধরে ফেলে। পরে পুলিশে তুলে দেওয়া হয়। কাঁঠাল রোডের বাসিন্দা সজলউদ্দিন লস্কর থানায় এজাহার দিয়ে বলেন, চারজনে মিলে তাঁর ছোট ভাই সিরুমণি লস্করকে ঘর থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। তিনি ও তার স্ত্রী বাধা দিতে গেলে তাদের দিকে পিস্তল তাক করে। এলাকার মানুষকে তারাও পিস্তল দেখিয়ে পিছিয়ে যেতে বলেছিল। তারা অবশ্য সাহসিকতার সঙ্গে সবাইকে ঘিরে ফেলে। এরই মধ্যে মূল অভিযুক্ত সনু সিনহা পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সজলউদ্দিন আরও বলেন, ঘটনা আজ রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ। সিরুমণির ঘরে ঢুকে তাকে অপহরণেরই চেষ্টা করেছিল। পিস্তলটি ছিল দীপক সিনহার হাতে।

রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ সৌম্যজ্যোতি রায় জানান, এ আসলে দুই পক্ষের পুরনো বিবাদের ফল। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দীপক সিনহা, বিশ্বজিত সিনহা ও তরুণ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker