Barak UpdatesHappeningsBreaking News
অসুস্থ পরিচারিকাকে রাস্তায় ফেলে এলেন, মামলাSick domestic help left on the road to die! Case filed
১২ অগস্ট: পরিচারিকা অসুস্থ৷ তাই তাকে ধলাইর গুরুদয়ালপুরে তার গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু বাড়িতে নয়, সোমবার বিকালে রাস্তার ধারে ফেলে রেখে চলে আসেন শিলচরের এক দম্পতি৷ এমনই অভিযোগে এখন সরগরম কাছাড় জেলা৷
মা-বাবা নেই ১৯ বছরের উমা নাথের৷ প্রতিবেশীরাই পুলিশে খবর দেন৷ পুলিশ গিয়ে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করায়৷ ঘটনা বুধবার রাতে মেডিক্যালেই সে মারা যায়৷ করোনা টেস্ট করে রিপোর্ট নেগেটিভ আসায় বুধবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়৷ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস জানান, উমা খুবই দুর্বল ছিল৷ নিজের নামটুকুও বলতে পারছিল না৷ ফলে কার বাড়িতে সে কাজ করছিল, জানতে পারেনি পুলিশ৷ পরে কাকা পরিমল নাথ থানায় এজাহার দেন৷
তিনি শিলচর লিংক রোডের পম্পা নামে এক মহিলাকে অভিযুক্ত করেন৷ বলেন, তার বাড়িতেই ছিল উমা৷ এরাই তাকে রাস্তায় ফেলে রেখে চলে আসেন৷ জগদীশবাবু জানান, অভিযুক্তের খোঁজ করা হচ্ছে৷ তদন্ত চলছে৷