Barak UpdatesHappeningsBreaking News

শো-কজ অধ্যক্ষ অপসারণেরই প্রক্রিয়া, বলল এসিটিএ
Show cause is an official procedure of removal of the Principal: ACTA

ACTA temporarily suspends 1st phase of agitation at Cachar College

ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বরঃ ৩০ সেপ্টেম্বর কাছাড় কলেজের ধর্নার সমাপ্তি ঘটবে, ঘোষণাটা আগেই করা হয়েছিল। শুক্রবার দুপুরে সংবাদিকদের ডেকে একই কথা শোনালেন এসিটিএ কর্মকর্তারা। ফারাকটা হলো, আগে তাঁরা পরিণতি না জেনেই সিদ্ধান্ত নিয়েছিলেন, পুজোর আগে শেষ কর্মদিবস পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আর শুক্রবার তাঁরা সন্তুষ্টির সঙ্গে ঘোষণা করেছেন, এখানেই এই আন্দোলনের বিরতি।

সন্তুষ্টির জায়গাটাও স্পষ্ট করে জানিয়েছেন এসিটিএ প্রতিনিধি জয়দীপ বিশ্বাস। বলেন, আমাদের দাবিগুলিকে মান্যতা দিয়েই সরকার অধ্যক্ষ ড. সিদ্ধার্থশঙ্কর নাথকে শোকজ করেছে। শোকজ নোটিশের সঙ্গে নানা নথি জুড়ে দিয়ে তাঁর কাছে দশদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। প্রমাণ হয়ে গিয়েছে,  এসিটিএ কোনও আষাঢ়ে গল্প ফাঁদেনি। এও প্রমাণ হয়ে গিয়েছে, দুই ছেলেকে মগজধোলাই দিয়ে এসিটিএ মুর্দাবাদ করা যায় না। তাঁর কথায়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য যে মেধার প্রয়োজন, সিদ্ধার্থশঙ্করের তা নেই। নইলে নতুন একটি শিক্ষানীতি কার্যকর করার শুরুতে যখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার কথা, তখন এ ভাবে নানা রকমের বিভাজন টানার চেষ্টা করতেন না।

তাঁদের আন্দোলনকে তিনি নৈতিক আন্দোলন বলে উল্লেখ করেন। বলেন, কলেজের মর্যাদার স্বার্থে এই আন্দোলন। আমরা আমাদের হৃতসম্মান পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে মত বিনিময় করেন চন্দন পালচৌধুরী, সন্তোষরঞ্জন চক্রবর্তী, সুদর্শন গুপ্ত প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker