Barak UpdatesHappeningsBreaking News
কাশীপুরে সড়ক দুর্ঘটনা, জখম ৩

ওয়ে টু বরাক, ২৮ ফেব্রুয়ারি : কাছাড় জেলার বড়খলার কাশীপুরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন মারাত্মক জখম হয়েছেন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনার খবর পাওয়া গেছে। একটি অটোরিকশা ও স্কুটির মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় স্কুটির চালক সেবুল আহমেদ বড়ভূইয়া এবং অটোরিকশায় থাকা যাত্রী টিংকু কর্মকার ও রিংকু মুণ্ডা জখম হয়েছেন বলে জানা গেছে। এ দিকে, দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বড়খলা পুলিশ। আহতদের উদ্ধার করে বড়খলা প্রাথমিক চিকিতসা কেন্দ্রে পাঠায়। তবে তাদের শারীরিক অবস্থা ভাল না থাকায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।