Barak UpdatesCultureBreaking News

রবিবার গৌড়ীয় নৃত্যকলা ভারতীর নৃত্যসন্ধ্যায় একগুচ্ছ অনুষ্ঠান

২৭ ডিসেম্বর : দশ বছর পূর্তি উপলক্ষে নৃত্যসন্ধ্যার আয়োজন করছে শিলচর গৌড়ীয় নৃত্যকলা ভারতী। অনুষ্ঠিত হবে শহরের রাজীব ভবনে ২৯ ডিসেম্বর। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে দুটি নৃত্যনাট্য ও একটি ব্যালে। তাছাড়া, উদ্বোধনী পর্বেও রয়েছে বিশেষ পরিবেশনা।পুরো আয়োজনের সহযোগিতায় থাকছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘যুক্ত’। শুক্রবার, সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠান নিয়ে কথা বলেন নৃত্যকলা ভারতীর কর্মকর্তারা।

সংস্থার ডিরেক্টর সত্যজিৎ বসু বলেন, দু’মাস ধরেই চলছে কর্মসূচি। দশম বর্ষপূর্তি উপলক্ষে রোড শো, ট্রাফিক সচেতনতা, স্বচ্ছ ভারত অভিযান সহ আরও কিছু অনুষ্ঠান হয়ে গেছে। এবারে মূল আয়োজন হচ্ছে রাজীব ভবনের অমিত লাল স্মৃতি মঞ্চে। একসঙ্গে দশটি শঙ্খের ধ্বনি দিয়ে শুরু হবে নৃত্যসন্ধ্যা। এরপর থাকছে অন্নদামঙ্গল কাব্য থেকে হরি নামাবলি আলাপচারিতা। ‘হিংসের সাথে আড়ি’ এই নৃত্যনাট্য হবে সুকুমার রায়ের একটি কবিতা অবলম্বনে। ডিটেনশন ক্যাম্প, দেশভাগ, অসমের সার্বিক পরিস্থিতি এগুলো নিয়ে সাজানো রয়েছে নৃত্যনাট্য ‘শোনো আহ্বান’। চমক হিসেবে বিশেষ সংযোজন রয়েছে ব্যালে ‘ইভলিউশন’। সবমিলিয়ে আগাগোড়া অনুষ্ঠান মনগ্রাহী হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থার সম্পাদক জয়দীপ চক্রবর্তী। অন্যদের মধ্যে শোভনলাল মেহের, বাবি দত্তদে, ঝন্টু পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker