Barak UpdatesBreaking News
কাছাড়ে চেয়ারম্যান শশাঙ্ক না অমিতাভSashanka or Amitabh, new Chairman of Cachar!
১৫ ডিসেম্বরঃ গণনা শেষ হওয়ার আগেই চর্চা শুরু হয়ে যায় কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কে হবেন। বিজেপির যে ১৬জন বিজয়ী হয়েছেন, তাঁদের তালিকা দেখে জবাব হয় না। তাই সবাই খোঁজ করেন, কে কার কাছের মানুষ। এ ক্ষেত্রে দুটি নামই উঠে আসে শশাঙ্কচন্দ্র পাল ও অমিতাভ রাই। শশাঙ্কবাবু মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের অতি ঘনিষ্ঠ, তাঁর বিধানসভা আসন থেকেই নির্বাচিত হয়েছেন। পঞ্চায়েত প্রশাসনে পোড়খাওয়া নেতা। বয়স কম হলেও অমিতাভেরও অভিজ্ঞতা কম নয়। আগে পঞ্চায়েত চালিয়েছেন। এই ব্যবস্থাটা তাঁর কাছে নতুন নয়। এর চেয়ে বড় যোগ্যতা, তিনি কৌশিক রাইয়ের অনুজ।
এই জায়গায় শেষ কথা বলবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি নিজের মানুষকে নিয়ে বেশি এগোবেন না মনে করলেই দ্বিতীয় নাম সামনে আসবে। তখনই অমিতাভই হবেন শক্তিশালী দাবিদার। তবে নানা যুক্তি তুলে দিলীপকুমার পাল কৌশিক-ভ্রাতাকে আটকানোর চেষ্টা করবেন। তিনি শুক্রবারই আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, অমিতাভের চেয়ারম্যান হওয়ার পথে কাঁটা বিছাতে মোটেও পিছ-পা হবেন না। তবে কি তৃতীয় কেউ…
English text here