Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে সরস্বতী বিদ্যানিকেতনে তৈরি স্যানিটাইজার জেলাশাসককে প্রদানSaraswati Vidyaniketan makes hand sanitiser, gives it to DC Karimganj
৯ এপ্রিল: করিমগঞ্জের সরস্বতী বিদ্যানিকেতনে আচার্যরা নিজেরাই স্যানিজাইটার তৈরি করে বিলি করছেন৷ স্কুল চত্বর সাফাইয়ে যেমন তাদের স্যানিটাইজার ব্যবহৃত হচ্ছে তেমনি আশেপাশের গ্রাম ও বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের তৈরি সামগ্রী বিলিয়ে চলেছেন৷ বৃহস্পতিবার জেলাশাসকের অফিসে গিয়েও স্কুলের পক্ষ থেকে প্রদান করা হয় ১০০ গ্রাম, ৫০ গ্রাম ও ৩০ গ্রামের বেশকিছু স্যানিটাইজার বোতল৷ জেলাশাসক আনবুমাথান এমপি ও ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রঞ্জিতকুমার লস্করের হাতে সেগুলো তুলে দেন প্রধান আচার্য অঞ্জন গোস্বামী ও অন্যান্য আচার্যরা৷
করিমগঞ্জের সরস্বতী বিদ্যানিকেতনে এই লকডাউনের সময়ে ডিজিটেল পদ্ধতিতে পাঠদানও চলছে৷ ১ হাজার ২০০ ছাত্র ছাত্রী বাড়িতে বসে পড়াশোনা করছে l ৪২ জন আচার্য আচার্যা ক্লাস নিচ্ছেন একেবারে স্কুলের রুটিন মত l নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের পাঠনের পদ্ধতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা l বিদ্যানিকেতনের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী বলেন, সরকারি নির্দেশে ছুটি ঘোষণার পর থেকে ছাত্রছাত্রীদের শিক্ষা দান কী করে চালু রাখা যায়, সে নিয়ে অনেক আলোচনা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, ইন্টারনেটের মাধ্যমে ডিজিটেল ইন্ডিয়াকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হবে l এরজন্য হোয়াটস অ্যাপের সাহায্য নেওয়া হচ্ছে