Barak UpdatesBreaking News
দীপক ভট্টাচার্যকে স্মরণ করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চSammilito Sanskritik Mancha offers tribute to Dipak Bhattacharjee
মনোজ দেব একটি কবিতা আবৃত্তি করেন। বলেন, সব প্রজন্মের আপন ছিলেন দীপক দা। যুব প্রজন্মের কবি দেবাশীষ চক্রবতীর কবিতা ‘আলোর মানুষ’ পাঠ করেন শান্তনু সেনগুপ্ত। যে কবিতা দীপক ভট্টাচার্যকে উৎসর্গ করেছিলেন দেবাশীষ। পরে গান শোনান কমলেশ ভট্টাচার্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জু রায়, কৃষ্ণপদ গোস্বামী, শরীফুজ্জামান লস্কর, তারানন্দী মজুমদার , সৌমিত্রশঙ্কর চৌধুরী প্রমুখ।
শোক প্রস্তাব পাঠ করেন প্রদীপ সূত্রধর। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা পরিচালনা করেন সম্মিলিতের সম্পাদক অজয় রায়।
প্রত্যেক বক্তাই দীপক ভট্টাচার্যকে এক সমাজ সচেতন, আদর্শবান ও সংগ্রামী ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন। গানবাজনার প্রতি দীপক বাবুর আগ্রহ যে সেই তরুণ বয়স থেকেই ছিল, উঠে আসে সেই কথাও। তাছাড়া, একজন বোদ্ধা শ্রোতা ছিলেন দীপক ভট্টাচার্য। মর্যাদা দিতেন শিল্পীদের, স্মৃতিচারনে একসুরে এমনটাও শোনা যায় । সবমিলিয়ে এক পরিপূর্ণ দীপক ভট্টাচার্যের প্রতিচ্ছবিই ফুটে ওঠে সভায়।
এ দিন নাট্যকর্মী শান্তনু গাঙ্গুলির মৃত্যুতে শোক প্রকাশ করা হয় মঞ্চের পক্ষে। সমবেদনা জানানো হয় তাঁর শোক সান্তপ্ত পরিবারের প্রতিও।