Barak UpdatesBreaking News

দীপক ভট্টাচার্যকে স্মরণ করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ
Sammilito Sanskritik Mancha offers tribute to Dipak Bhattacharjee

৩ ফেব্রুয়ারিঃবামপন্থী নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপক ভট্টাচার্যকে স্মরণ করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর। শনিবার শহরের পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয় ভবনে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রয়াত নেতার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। পৌরোহিত্য করেন প্রবীণ  মঞ্চের সহ সভাপতি নাট্যকর্মী প্রদীপ দাস। আইনজীবী দুলাল মিত্র ও নাট্যকার শেখর দেবরায় দীপক ভট্টাচার্যের সঙ্গে কাটানো কিছুটা মুহুর্ত ভাগ করে নেন সবার সঙ্গে।

মনোজ দেব একটি কবিতা আবৃত্তি করেন। বলেন, সব প্রজন্মের আপন ছিলেন দীপক দা। যুব প্রজন্মের কবি দেবাশীষ চক্রবতীর কবিতা ‘আলোর মানুষ’ পাঠ করেন শান্তনু সেনগুপ্ত। যে কবিতা দীপক ভট্টাচার্যকে উৎসর্গ করেছিলেন দেবাশীষ। পরে গান শোনান কমলেশ ভট্টাচার্য। অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন সঞ্জু রায়, কৃষ্ণপদ গোস্বামী, শরীফুজ্জামান লস্কর, তারানন্দী মজুমদার , সৌমিত্রশঙ্কর চৌধুরী প্রমুখ।

শোক প্রস্তাব পাঠ করেন প্রদীপ সূত্রধর। প্রয়াতের  বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা পরিচালনা করেন সম্মিলিতের সম্পাদক অজয় রায়।

প্রত্যেক বক্তাই দীপক ভট্টাচার্যকে  এক সমাজ সচেতন, আদর্শবান ও সংগ্রামী ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন। গানবাজনার  প্রতি দীপক বাবুর আগ্রহ যে সেই তরুণ বয়স থেকেই ছিল, উঠে আসে সেই কথাও। তাছাড়া, একজন বোদ্ধা শ্রোতা ছিলেন দীপক ভট্টাচার্য। মর্যাদা দিতেন শিল্পীদের, স্মৃতিচারনে একসুরে এমনটাও শোনা যায় । সবমিলিয়ে এক পরিপূর্ণ দীপক ভট্টাচার্যের প্রতিচ্ছবিই ফুটে ওঠে সভায়।

এ দিন  নাট্যকর্মী শান্তনু গাঙ্গুলির মৃত্যুতে  শোক প্রকাশ করা হয় মঞ্চের পক্ষে। সমবেদনা জানানো হয় তাঁর শোক সান্তপ্ত পরিবারের প্রতিও।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker