India & World UpdatesHappeningsCultureBreaking News

প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন
Sahitya Academy Awardee Nabaneeta Deb Sen dies at 81

৭ নভেম্বরঃ চলে গেলেন সাহিত্যিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। বহুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। এর মধ্যেও অবশ্য নিয়মিত লেখালেখি করে গিয়েছেন। শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে।

নবনীতার জন্ম কলকাতায়। মা রাধারানি দেবী ও বাবা নরেন্দ্রনাথ দেব দু’জনেই কবি। নবনীতা কবিতা ও গদ্য উভয়ক্ষেত্রেই সিদ্ধহস্ত। ভ্রমণকাহিনি রচনাতেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। দীর্ঘদিন ‘রামকথা’  নিয়ে কাজ করেছেন। সীতার দৃষ্টিভঙ্গি থেকে তিনি রামকথার বিশ্লেষণ করেছেন। ‘চন্দ্রাবতী রামায়ণ’ তাঁর গুরুত্বপূর্ণ কাজ। পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি-সহ বহু সম্মান-পুরস্কার পেয়েছেন।

অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে ১৯৫৯ সালে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের দুই মেয়ে অন্তরা দেবসেন এবং নন্দনা সেন। ১৯৭৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তার পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান নবনীতা। অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে। তিনি আমেরিকার কলোরাডো কলেজের তুলনামূলক সাহিত্যেরও প্রফেসর ছিলেন।

নবনীতা দেবসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় লেখেন, ‘বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ৮১ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসংখ্য গল্প, কবিতা, রম্যরচনা ও উপন্যাসের স্রষ্টা নবনীতা দেবসেন পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি, কমলকুমারী জাতীয় পুরস্কারে ভূষিত হন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করতেন। তাঁর প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি নবনীতা দেবসেনের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ অধীর চৌধুরী এবং বিমান বসুও তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker