India & World UpdatesBreaking News
অভিনেত্রী বিদ্যা সিনহা প্রয়াত
Actress Vidya Sinha dies at 71 years of age

১৫ আগস্ট : এক্ সময়ের সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা প্রয়াত হয়েছেন। পতি পত্নী অউর ওহ এবং ছোটি সি বাত-এর মতো সাড়া জাগানো ছবির জন্য বিশেষ পরিচিত এই অভিনেত্রী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হলেছিল ৭১ বছর। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবারই তিনি প্রয়াত হন।
১৮ বছর বয়সে মডেল ও অভিনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন বিদ্যা। ১৯৭৪ সালে পরিচালক বসু চট্টোপাধ্যায় তাঁকে ‘রজনীগন্ধা’ ছবিতে নেন। এই রোমান্টিক ছবিই তাঁর ঝুলিতে এনে দেয় অসংখ্য পুরস্কার। ১৯৭৫ সালে এই ছবির জন্যই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান বিদ্যা। তারপরেই ১৯৮৬ সালের জনপ্রিয় ছবি ‘কিরায়েদার’ তাঁকে বলিউডে উচ্চতার শীর্ষে পৌঁছে দেয়। পরে জিটিভির ‘কবুল হ্যায় ক্যায়া’, স্টার প্লাসের ‘কুলফি কুমার বাজেওয়ালা’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। করিনা কাপুর ও সলমন খানের বডিগার্ড ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
১৯৬৮ সালে ভেঙ্কটেশওরণ আইয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী, ১৯৯৬ সালে প্রয়াত হয়েছিলেন তাঁর স্বামী। তারপরে নিজের দত্তক কন্যাকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে চলে যান। সেখানেই ২০০১ সালে চিকিৎসক নেতাজী ভিমরাও সালুঙ্খেকে বিয়ে করেছিলেন বিদ্যা সিনহা।