NE UpdatesHappeningsBreaking News
আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক
RT-PCR test mandatory during APSC exam

২৪ জুলাই : আসাম পাবলিক সার্ভিস কমিশন এ বছর পরীক্ষার জন্য বিশেষ গাইডলাইন প্রকাশ করেছে। পরীক্ষার্থীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে অবশ্যই তাদের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। এই পরীক্ষার ৩ দিন আগে করা আরটি-পিসিআর টেস্ট মান্যতা পাবে। পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। সঙ্গে ফেস শিল্ড ও হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে। পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে নিয়ম ভঙ্গকারীরা পরীক্ষার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। পরীক্ষার সঙ্গে সাক্ষাতকারের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। রাজ্যে বর্তমানে কোভিড পরিস্থিতির জন্য এই বিশেষ নিয়ম লাগু করা হয়েছে বলে আসাম পাব্লিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।