Barak Updates
ধীরেন্দ্রলাল নাথের স্মৃতিচারণ করবে সঙ্গীতচক্র
Sangeet Chakra to commemorate the exploits of Dhirendralal Nath

২৩ সেপ্টেম্বর : সংগীত চক্রের প্রয়াত সভাপতি ধীরেন্দ্রলাল নাথের স্মরণে এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থা। আগামী ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টায় শহরের গান্ধীভবন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান হবে। পুরো অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করেছেন আয়োজকরা। প্রথম এক ঘন্টা ধরে চলবে প্রয়াত ধীরেন্দ্রলাল নাথের স্মৃতিচারণ। এই পর্বে শহরের বিশিষ্টজন এবং প্রয়াতের ছাত্রছাত্রীরা তাঁর সম্পর্কে বক্তব্য রাখবেন।
পরবর্তী পর্যায়ে তাঁরই বিভিন্ন সময়ের ছাত্রছাত্রীরা গানে গানে এক বিশেষ অনুষ্ঠান উপহার দেবেন। সংগীত চক্রের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ প্রয়াত সভাপতির স্মৃতিচারণ অনুষ্ঠান দিয়েই সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শুরু করছে সঙ্গীত চক্র। সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।