Barak UpdatesBreaking News
রোহিঙ্গা? ৫ কিশোরী সহ শিলচরে ধৃত ৯Rohingiya? 9 persons including 5 girls arrested
গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের বিশাল দল রাতে তার বাড়িতে হানা দেয়। ধৃত বিদেশিদের মধ্যে ৫জনই কিশোরী, ১জন যুবক। অন্য দুইজন নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছে। তবে তারা কোন দেশের বাসিন্দা, এই প্রশ্নে ধন্দ কাটছে না এখনও। ধৃতরা প্রথমে নিজেদের বাড়ি ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এলাকায় বলে জানিয়েছিল।
পরে স্বীকার করে, মূল বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। তবে বহু বছর আগে সোনামুড়া সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় বসবাস করতে থাকে। ওই ঠিকানায় তাদের আধার কার্ড সহ বিভিন্ন নথি রয়েছে। কিন্তু কিশোরীদের সঙ্গে তাদের সম্পর্কের জায়গা খোলসা করছে না। একেক সময় একেক কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করা হচ্ছে। পুলিশের অনুমান, মহম্মদ রিয়াজ ওরফে জাহিদ হোসেন ওরফে মহম্মদ ইয়াসি এবং তার পত্নী হালিমা খাতুন বাংলাদেশিই। আমির খান এবং ৫ কিশোরীর সবাই রোহিঙ্গা। সদর থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরীরা নারী পাচারকারী কিংবা দেহ ব্যবসায়ী চক্রের খপ্পড়ে পড়েছে কিনা পুলিশ সে দিকটাও খতিয়ে দেখছে।
ধৃত গৃহকর্তা সিরগোল তেলের ট্যাঙ্কার চালক। তার বক্তব্য, এরা ত্রিপুরার বাসিন্দা বলে আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র দেখিয়েছে। জানিয়েছে, শুঁটকি বিক্রি তাদের পেশা। এই এলাকায় বাজার ভালো বলে চলে এসেছে ব্যবসার জন্য। ফলে ভাড়া না দেওয়ার কোনও কারণ ছিল না। এ ছাড়া, কাগজপত্র থাকলে বিদেশি বলে সন্দেহ করতে যাবে কেন! সিরগোলের কথায়, এরা তার কোনও ধরনের আত্মীয় নয়। কোনও পূর্বপরিচয়ও ছিল না। ফলে তাদের অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগ ঠিক নয়। পুলিশের বক্তব্য, জিজ্ঞাসাবাদের পরই সব স্পষ্ট হবে।