Barak UpdatesBreaking News
হাইলাকান্দির রেশনেও লকডাউনের চাল বণ্টন চলছেRice distributed in Fair Price Shops even during lockdown in Hailakandi
৩ এপ্রিল: লকডাউন চলাকালে হাইলাকান্দির গণবণ্টন ব্যবস্থা সচল রাখতে তৎপর রয়েছে খাদ্য ও সামরিক বিভাগ। বিভাগীয় সহকারী পরিচালক গণেশ চৌধুরী শুক্রবার জানান, আগামী দুই মাসের জন্য পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ রয়েছে। তাই জনগণকে আতঙ্কিত হওয়ার দরকার নেই। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় অতিরিক্ত ২৮ হাজার ৮৩৬ কুইন্টাল চাল, ১ লক্ষ ২৮ হাজার ৫৮২ জনের মধ্যে বিতরণ করা হবে। এ ছাড়াও অন্ত্যোদয় অন্ন যোজনা এবং অগ্রাধিকার হাউস হোল্ড-দের মাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে।
জেলার ন্যায্য মূল্যের দোকানে এরই মধ্যে চাল সংগ্রহ শুরু হয়ে গিয়েছে বলে গণেশবাবু জানান। তাঁর কথায়, শিক্ষা বিভাগের পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের পরিবারে মিড-ডে মিলের চাল বণ্টন করা হচ্ছে।