NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings

আট ক্যাটাগরিতে নিযুক্তির বিজ্ঞাপন ভুয়ো, বলল রেল
Recruitment ad for 5285 posts in Indian Railways is FAKE, clarifies rail ministry

১১ আগস্টঃ অ্যাভেস্ট্রান ইনফোটেক নামে একটি সংস্থা রেলের আট ক্যাটাগরিতে চাকরির জন্য যে বিজ্ঞাপন দিয়েছে, একে ভুয়ো বলে জানিয়েছে রেল মন্ত্রক। দুদিন আগে কিছু সংবাদপত্রে ওই বিজ্ঞাপন প্রকাশ করে বলা হয়েছে, এগারো বছরের চুক্তিতে আট ক্যাটাগরিতে ৫ হাজার ২৮৫টি পদে লোক নিয়োগ করা হবে। সে জন্য আবেদন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। ৭৫০ টাকা অনলাইনে জমা করারও নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞাপনে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, রেলের যে কোনও নিযুক্তির জন্য ভারতীয় রেল নিজেরাই যাবতীয় ব্যবস্থা করে। কোনও বেসরকারি সংস্থাকে সে দায়িত্ব প্রদান করা হয় না। এইভাবে রেলের নামে বিজ্ঞাপনকে তিনি বেআইনি বলে উল্লেখ করেন। কারা কীভাবে এই বিজ্ঞাপন প্রকাশ করল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে শুভাননবাবু জানিয়েছেন।

তিনি বলেন, এই সময়ে গ্রুপ সি ও গ্রুপ ডি-র যে সমস্ত পোস্টে নিযুক্তি প্রক্রিয়া চলছে, সেগুলি ২১টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও ১৬টি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমেই হচ্ছে। কোনও এজেন্সিকে এ ব্যাপারে কোনও দায়িত্ব দেওয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker