Barak UpdatesHappeningsBreaking News
Ramkrishnanagar Municipal Board starts its journeyরামকৃষ্ণনগর পুরসভার যাত্রা শুরু
২৪ জানুয়ারি : নেতাজির জন্মদিনে যাত্রা শুরু করল রামকৃষ্ণনগর পুরসভা। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহর হাত ধরে টাউন কমিটি থেকে পুরসভায় উন্নীত হয় রামকৃষ্ণনগর। এরপরই করিমগঞ্জের জেলাশাসক আম্বামুথান এমপি আনুষ্ঠানিকভাবে পুরসভার কাজকর্ম শুরু হলে বলে ঘোষণা করেন। জিপি কার্যালয়ে এখন পুরসভার অস্থায়ী কার্যালয় চলবে।
পরে রামকৃষ্ণনগর শিশুসদনে সার্কল অফিসার সপ্ততী এন্দোর পৌরোহিত্যে আয়োজিত সভায় সাংসদ কৃপানাথ মালাহ বলেন, রামকৃষ্ণনগরের উন্নয়নে অনেকে আজীবন কাজ করে গেছেন। এই অঞ্চলের প্রয়াত বিশিষ্টজনদের তিনি শ্রদ্ধা জানান। খুব শীঘ্রই এখানে সিভিল সাব ডিভিশনের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন সাংসদ। তিনি আরও বলেন, যারা পেশাগত বা অন্য কারণে বাইরে রয়েছেন, তাঁরাও এলাকার উন্নয়নে সবসময়ই সচেষ্ট রয়েছেন।
জেলাশাসক বলেন, রামকৃষ্ণনগর খুব শীঘ্রই একটি আদর্শ পুরসভা হয়ে উঠবে। এলাকার মানুষই এই পুরসভা পরিচালনা করবেন। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বলেছেন, পুরসভা পরিচালনার জন্য পর্যাপ্ত কর্মীর প্রয়োজন রয়েছে। আর তা সত্বর নিয়োগ করাও খুব জরুরি। এছাড়া এ দিনের সভায় জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিডিও শৌভিক দত্ত, অতিরিক্ত জেলাশাসক রঞ্জিত লস্কর, সিইও অমলেন্দু রায়, রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ শরদিন্দু নাথ মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।