Barak UpdatesHappeningsBreaking News
বড়সাঙ্গনে ত্রাণ নিয়ে ছুটল রামকৃষ্ণ মিশনRamakrishna Mission distributes relief in Barsangan
২২ এপ্রিল: কাছাড় জেলার প্রত্যন্ত বড়সাঙ্গনে ত্রাণসামগ্রী নিয়ে গেল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম৷ তাপাং ব্লক স্থিত এলাকাটির ২১৩ পরিবারে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন তাঁরা৷ নেতৃত্বে ছিলেন শিলচর মিশনের সচিব স্বামী গণদিশানন্দ মহারাজ৷ সঙ্গে নেহাল মহারাজ, জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই, প্রাক্তন পুর সদস্য বীরব্রত রায়, বড়জালেঙ্গা পাইওনিয়ার সঙ্ঘের সভাপতি নৃপেন্দ্র দাস, তপন দাস ও ধ্রুব ভট্টাচার্য৷ কালিকা প্রসাদ রাই এমই স্কুল প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজিত হওয়ায় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মীরাও৷
গণদিশানন্দ মহারাজ অবশ্য একে ত্রাণ বিতরণ বলতে নারাজ৷ তাঁর কথায়, নরনারায়ণ সেবার সুযোগ মিলেছে৷ প্রতিদিনই তাঁরা বিভিন্ন জায়গায় এই সুযোগ গ্রহণ করে চলেছেন৷ লকডাউন শেষ না পর্যন্ত তা চলবে৷