Barak UpdatesHappeningsBreaking News

উধারবন্দের তিনটি গ্রামে শিলচর রামকৃষ্ণ মিশনের ত্রাণ বিতরণ
Ramakrishna Mission distributes relief in 3 villages of Udharbond

১৮ এপ্রিল : শিলচর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণের অঙ্গ হিসেবে শনিবার মোট ৪৬৯ জনকে সাহায্য তুলে দেওয়া হয়েছে। এ দিন উধারবন্দ বিধানসভা কেন্দ্রের টিকলপার, শালগঙ্গা ও ঠালিগ্রামের এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এ দিন বিভিন্ন অসহায় ও দুঃস্থ মানুষের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২০০ গ্রাম তেল, ১ কেজি লবণ ও একটি করে সাবান তুলে দেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজ ও নিহাল মহারাজ। এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন। গত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ের এই বিতরণ শুরু হয়েছিল।

প্রসঙ্গত, শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে প্রথম পর্যায়ের ত্রাণ বিতরণ কর্মসূচি চলেছে ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত। এই পর্বে মিশনের পক্ষ থেকে ১০ হাজার কেজি চাল, ২ হাজার কেজি ডাল, ৪ হাজার কেজি আলু, ২ হাজার কেজি লবণ, ৪০০ লিটার শস্য তেল ও ২ হাজারটি সাবান শিলচরের মালুগ্রাম, নিউ কলোনি, কালীবাড়িচর এবং উধারবন্দের বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker