India & World UpdatesBreaking News
মহিলা নিরাপত্তায় রেলে জয়মতী বাহিনী গঠন
Railways introduce Joymati Force to provide security to women passengers

২২ জানুয়ারি : আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে মহিলা রেলযাত্রীদের নিরাপত্তার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে জয়মতী বাহিনী নামে রেলওয়ে সুরক্ষা বাহিনীর একটি মহিলা শাখা গঠন করা হয়েছে। এই বাহিনী ইতিমধ্যেই উত্তরপূর্ব সীমান্ত রেলের মহা পরিদর্শক ও মুখ্য সুরক্ষা আয়ুক্ত বি বি মিশ্র কামাখ্যা স্টেশনে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেছেন। এই ঊইমেন স্কোয়াড রেলওয়ে সুরক্ষা বাহিনীর মহিলা উপ পরিদর্শক ও কনস্টেবলদের নিয়ে বিশেষভাবে গঠন করা হয়েছে। সাহসিকতার প্রতিমূর্তি জয়মতীর নামে এই বাহিনী গঠন করে নিরাপত্তার ক্ষেত্রে এক বিশেষ বার্তা দিতে চেয়েছে রেল।
জয়মতী বাহিনীর মূল উদ্দেশ্য হচ্ছে, রেলওয়ে চত্বর ও ট্রেনে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এর মধ্যেই জয়মতী বাহিনী মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলে কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি যাত্রীদের চলতি ট্রেনে ও প্ল্যাটফর্মে যেকোনও ধরনের জরুরিকালীন পরিস্থিতিতে ১৮২ নম্বর ডায়াল করতেও বলা হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আরপিএফ-এর সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার রঘুবীর ছুকা জয়মতী বাহিনীর সূচনা করে নিজের বক্তব্যে বলেছেন, ২০১৮ সালে লামডিং ডিভিশনে আরপিএফ অন্ততপক্ষে ৩০১ জন পীড়িত মহিলা ও শিশুকে সহায়তা প্রদান করেছে। বিভিন্ন চাপের ফলে যে বৃহৎ সংখ্যক মহিলা যাত্রী বিপথগামী হয়েছিলেন, তাদের উদ্ধার করে পরিবারের কাছে সমঝে দেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশন থেকে বহু শিশুকেও উদ্ধার করা হয়েছে। তাছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় প্রবেশ করার অভিযোগে ১২৪ জন পুরুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।