Barak UpdatesHappeningsBreaking News
ফুটপাত দখল করে চেংকুড়ি রোডে শনিমন্দিরের ফেন্সিং, ক্ষুব্ধ এলাকাবাসীর স্মারকপত্র
ওয়েটুবরাক, ১২ অক্টোবরঃ চেংকুড়ি রোড শনিমন্দিরের সামনে ফুটপাত দখল করে লোহার ফেন্সিং লাগানো হয়েছে। একে ঘিরে শনিমন্দির তো বটেই এলাকাবাসীর মধ্যেও বিভাজন দেখা দিয়েছে। যারা লাগিয়েছেন, তাঁরা যেমন এলাকারই মানুষ, শনিমন্দিরের সঙ্গে জড়িত, তেমনি ভুক্তভোগী জনতা যারা পুরসভায় অভিযোগ করেছেন, তাঁরাও একই এলাকার বাসিন্দা। শনিমন্দির তাঁদেরও বলে তাঁরাও দাবি করেন।
চেংকুড়ি রোড ও আজাদ হিন্দ রোডের একাংশ নাগরিক বুধবার এগজিকিউটিভ অফিসারকে স্মারকপত্র দিয়ে জানান, বঙ্গবীর সংঘের কাছাকাছি এলাকায় ফুটপাতের ওপর লোহার ফেন্সিং বসানোর দরুন পথচারীদের প্রচণ্ড সমস্যার মুখে পড়তে হচ্ছে। কাছেই রয়েছে রামানুজ গুপ্ত বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম হাই স্কুল এবং বিবেকানন্দ জুনিয়র কলেজ। ফুটপাত দখল হয়ে যাওয়ায় ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা মুশকিলে পড়ছেন৷ এ ছাড়া, ফুটপাত নেই বলে শনিমন্দিরে পূজার্চনার সময় ভক্তদের রাস্তায় দাঁড়াতে হয়। তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রশাসনিক কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের দাবি, ফেনসিং সরিয়ে পুর প্রশাসন যাতে নাগরিক সুরক্ষার কথা ভেবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।