Barak UpdatesHappeningsBreaking News

১২ মে থেকে ট্রেন, প্রথমদিনে ১৫ জোড়া
Rail services to resume from 12 May

১০ মে: পরিস্থিতি বিবেচনা করে আমজনতার স্বার্থে যাত্রীবাহী ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ১২ই মে থেকেই দফায় দফায় চলবে এই ট্রেন। কিন্তু সর্বাবস্থায় মানা হবে করোনা প্রটোকল। টিকিট থাকলেই হবে না, যাঁরা স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁরাই শেষ পর্যন্ত যাত্রা করতে পারবেন। প্রাথমিক ভাবে ১৫ জোড়া ট্রেন মানে আপ-ডাউন মিলিয়ে ৩০টি ট্রেন চালাবে রেলবিভাগ।

দিল্লির বিভিন্ন স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাড়গাও, মুম্বাই সেন্ট্রাল আহমেদাবাদ ও জম্মু তাওয়াই পর্যন্ত চলবে এই ট্রেনগুলো। রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল রবিবার রেল মন্ত্রকের এই সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত করেন।পরবর্তী পর্যায়ে ভারতীয় রেল আরও কিছু রুটে ট্রেন চালাবে বলেও জানান তিনি।

ইতিমধ্যে, ২০০০০ কামরাকে কোভিড-১৯ কেয়ার সেন্টার করেছে ভারতীয় রেল। একই সঙ্গে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য প্রতিদিন চালাচ্ছে ৩০০টি ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন। কেন্দ্রীয় রেলমন্ত্রীর কথায়, বিশেষ এই ট্রেনগুলির টিকিট কাটা যাবে ১১ই মে বিকেল চারটে থেকেই।

তবে রেলসূত্র অনুযায়ী, কেবলমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট https://www.irctc.co.in/  থেকেই কাটা যাবে টিকিট। কারণ, আগের ঘোষণা মতো করোনা সতর্কতায় রেল স্টেশনগুলির টিকিট কাউন্টার এখন বন্ধই থাকবে। প্ল্যাটফর্ম টিকিট সহ অন্য কোনও টিকিট এখন কাউন্টার থেকে বিক্রি হবে না। যে সব যাত্রীর বৈধ কনফার্মড টিকিট থাকবে, শুধু তাঁরাই রাই স্টেশনে ঢুকতে পারবেন। যাত্রীদের মুখ ঢাকা রাখতে হবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকবে। সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যে সব যাত্রীর কোভিড সংক্রমণের লক্ষণ থাকবে না, তাঁরাই ট্রেনে উঠতে পারবেন। ট্রেনের সময়সূচি সহ বাকি প্রয়োজনীয় তথ্য যাত্রীদের সময়মতো ঠিক জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker