HappeningsBreaking News

রেল অবরোধ প্রত্যাহার, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
Rail blockade withdrawn, protestors to meet CM on Monday

৯ মার্চঃ মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে পাহাড় লাইনে অবরোধ তুলে নিল ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম। অবরোধ তৃতীয় দিনে পড়তেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আন্দোলনকারীদের ডেকে পাঠান। সোমবার তাঁদের জনতা ভবনে আহ্বান করেন তিনি। ওই বৈঠকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল, দক্ষিণ রেঞ্জের ডিআইজি, ডিমা হাসাওর জেলাশাসক ও পুলিশ সুপার উপস্থিত থাকবেন।

শনিবার সকালেই জেলাশাসক অমিতাভ রাজখোয়া অবরোধস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেন। পরে নিজেদের মধ্যে বৈঠকে বসে স্টুডেন্টস ফোরাম। শেষে বেলা দেড়টায় অবরোধ প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা জানিয়ে দেন, সোমবারের বৈঠকে জমিমালিকদের পূর্ণ ক্ষতিপূরণ না মিললে জনতা ভবন থেকে তারা সোজা ডিমা হাসাও পৌঁছে রেলট্র্যাকে বসে পড়বেন।

অবরোধ প্রত্যাহার হলেও এখনই কোনও ট্রেন পাহাড় লাইনে চলছে না। আগেই এ দিনে পাহাড় লাইনে ট্রেন চলাচল বাতিল করা হয়েছিল। কিছু ট্রেন বাতিল করা হয়। দূরপাল্লার ট্রেনগুলির একাংশের যাত্রা লামডিং পর্যন্ত, অন্যগুলিকে গুয়াহাটি পর্যন্ত চালানোর ঘোষণা হয়ে গিয়েছিল। যাত্রীদের অসুবিধের কথা বিবেচনা করে রাতে বিশেষ ট্রেন চালানো হবে কিনা এখনও সিদ্ধান্ত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker