Barak UpdatesHappeningsBreaking News

টেটের প্রশ্নপত্র ফাঁস, শিক্ষক আটক
Question paper of TET leaked! Invigilator detained

ওয়েটুবরাক, ৩ নভেম্বর : কাছাড় জেলায় গত রবিবার অনুষ্ঠিত টেটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তদন্তে নেমে পুলিশ এক শিক্ষককে আটক করেছে৷ তিনি টেটের এমএইচসি হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষাকেন্দ্রের এক হলে ইনভেজিলেটরের দায়িত্বে ছিলেন৷ পুলিশ জানিয়েছে, তাঁর নাম বাহারুল আলম কওসর বড়ভুইয়া৷ মঙ্গলবার পুলিশ তাকে হাইলাকান্দির বাড়ি থেকে তুলে আনে৷ রাঙিরখাড়ি থানায় আটকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তিনি মইনুল হক হায়ার সেকেন্ডারি স্কুলেরই শিক্ষক৷

সামাজিক মাধ্যমে পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র প্রকাশ্যে আসায় বিদ্যালয় পরিদর্শক কড়া অবস্থান গ্রহণ করেন৷ তদন্তে বেরিয়ে আসে প্রশ্নপত্রটি ফাঁস হয় এমএইচসি হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষাকেন্দ্র থেকে৷ বিদ্যালয় পরিদর্শক ওই স্কুলের অধ্যক্ষকে শোকজ করেন৷ এর পরই অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান রাঙ্গিরখাড়ি থানায় এজাহার দিয়ে দোষীকে শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান৷ পুলিশ সুপার জানিয়েছেন, বাহারুলকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷ যিনিই দোষী হন, তাকে কঠোর শাস্তি পেতে হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker