NE UpdatesHappeningsBreaking News

কর্তব্য উদ্যানের মতো কনকলতা বরুয়া বিশ্ববিদ্যালয় নির্মাণেও ব্যবহৃত হবে সমস্ত গ্রামের মাটি

ওয়েটুবরাক, ৭ আগস্ট : দেশের সমস্ত গ্রাম থেকে মাটি সংগ্রহ করে দিল্লির কর্তব্যপথে কর্তব্য উদ্যান গড়া হবে, একই ধাঁচে অসমে কনকলতা বরুয়া বিশ্ববিদ্যালয় স্থাপনেও সমস্ত গ্রামের মাটি ব্যবহার করা হবে৷ রবিবার এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ সে জন্য অন্য রাজ্যগুলি প্রত্যেক ব্লক থেকে এক কলস করে মাটি পাঠালেও অসমে ২৬ অগস্ট তারিখে দুই কলস করে মাটি গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে পাঠাতে বলেছেন তিনি৷ সেদিনই সেখানে মাটিপূজনের পর প্রতি ব্লকের এক কলস মাটি দিল্লি যাবে, আর এক কলস গুয়াহাটিতে রাখা হবে৷
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, অসমের গহপুরে কনকলতা বরুয়া বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের অপেক্ষা মাত্র৷ জমি খোঁজা হচ্ছে৷ ৫০০ বিঘা জমিতে গড়ে উঠবে ওই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়৷ তাতে একসঙ্গে ১০০০০ ছাত্রছাত্রী পড়াশোনা করবে৷ ওই বিশ্ববিদ্যালয় স্থাপনে রাজ্যের সকল গ্রামের মাটি ব্যবহার করা হবে৷
মুখ্যমন্ত্রী অমৃত মহোৎসবের সমাপ্তি উপলক্ষে এ বারের স্বাধীনতা দিবস উদযাপন ৮ অগস্ট থেকে শুরু করার কথা ঘোষণা করেন৷ তিনি জানান, সে দিন সমস্ত পঞ্চায়েতে শিলাফলক লাগানো হবে৷ তাতে ওই গ্রামের স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য শহিদ হওয়া জওয়ানের নাম বা মুক্তিযোদ্ধার নাম লিখিত থাকবে৷ সঙ্গে খোদাই করা থাকবে প্রধানমন্ত্রীর বাণী৷ ৯ থেকে ১৪ অগস্টের মধ্যে প্রতি পঞ্চায়েতে ৭৫টি করে বৃক্ষরোপণ করা হবে৷ ১৪ অগস্ট পালিত হবে বিভাজন বিভীষিকা দিবস৷ ১৫ অগস্ট গত বছরের মতোই ঘরে ঘরে জাতীয় পতাকা লাগানোর অনুরোধ করেন হিমন্ত বিশ্ব শর্মা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker