Barak UpdatesBreaking News
কাশ্মীর হামলা : গৈরিক ভারতের বিক্ষোভ র্যালি শিলচরেPulwama attack: Protest demonstration by Goirik Bharat
১৮ ফেব্রুয়ারি : কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের মৃত্যুর প্রতিবাদে সোমবার শিলচরে এক বিক্ষোভ র্যালি বের করে গৈরিক ভারতের কালীবাড়িচর শাখা। এই র্যালিটি মধুরবন্দ, প্রেমতলা, সেন্ট্রাল রোড হয়ে ভাওয়াল পয়েন্টে শেষ হয়। এতে কম করেও হাজার খানেক গৈরিক ভারতের সদস্য সদস্যা যোগ দেন।
ভাওয়াল পয়েেন্ট এ দিন জয়েশ ই মোহাম্মদ প্রধান মওলানা মাসুদ আজহারের কুশপুতুল দাহ করা হয়। তাছাড়া শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় ও তাঁদের স্মৃতির উদ্দেশ্যে দু’মিনিট নিরবতা পালন করা হয। ভাওয়াল পয়েন্টে গৈরিক ভারতের কেন্দ্রীয় সভাপতি মনিভূষণ চৌধুরী ভারতীয় সেনার কাছে আহ্বান জানান, পাকিস্তানের ঘরে ঢুকে জয়েস ই মোহাম্মদ সহ সব উগ্রপন্থীদের ধ্বংস করার জন্য।
তিনি কেন্দ্র সরকারের কাছে দাবি তোলেন শহীদদের পরিবারকে যথেস্ট মাত্রায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য । এদিন সবাই একই সুরে আওয়াজ তোলেন, “কাশ্মীর ত হোগা লেকিন পাকিস্তান নেহী হোগা “।
গৈরিক ভারতের কলকাতা শাখার সংগঠন সম্পাদক সৌমিক চক্রবর্তী, কাছাড় জেলা সম্পাদক শংকু ধর, শিলচর নগর সভাপতি ডাঃ প্রবাল পালচৌধুরী, নগর সম্পাদক চন্দন দেব, উপদেষ্টা গুনেন্দ্র লাল ঘোষ, দেবজ্যোতি ঘোষ, মলিন দাস, মালুগ্রাম শাখার সংযোজক দেবু দাস, তারাপুর শাখার সংযোজক তাপস ভট্টাচার্য, গৈরিক ভারতের মহিলা সমিতির অর্চনা দেব, সুরজ নাথ, জয় নাথ, রনজয় রায় সহ অন্যরা প্রতিবাদী র্যালিতে অংশ নেন।