India & World UpdatesBreaking News

প্রধান বিচারপতিকে ক্লিনচিট দেওয়ায় সুপ্রিম কোর্টের বাইরে আইনজীবী ও সমাজকর্মীদের বিক্ষোভ
Protest outside SC for giving clean chit to CJI, Section 144 imposed

৭ মে : এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে ক্লিনচিট দেওয়ায় মঙ্গলবার আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন আইনজীবী ও মহিলা সমাজকর্মীরা। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বাইরে জারি করা হল ১৪৪ ধারা৷ এ দিন সকাল থেকেই শীর্ষ আদালতের বাইরে আইনজীবী ও মহিলা সমাজকর্মীরা তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন৷ তাঁদের অভিযোগ, সঠিক তদন্ত না করেই শ্লীলতাহানির ঘটনার অভিযোগ থেকে ক্লিনচিট দেওয়া হয়েছে প্রধান বিচারপতিকে।

Rananuj

এক সমাজকর্মী অ্যানি রাজা বলেছেন, ‘মহিলারা বেশ কিছুদিন থেকেই নিপীড়নের শিকার। আমরা তাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছি। তিন বিচারপতির প্যানেল সমস্ত নিয়মকানুনকে তোয়াক্কা না করে এই ক্লিনচিট দিয়েছে। আমরা এ ঘটনার স্বচ্ছ তদন্ত চাইছি। আমরা বিচার প্রক্রিয়ারও সুরক্ষা চাই। যদি সুপ্রিম কোর্টই নিয়মকানুন না মানে, তাহলে বিচার প্রক্রিয়ার কোনও মানে থাকবে না।’ এর আগে, ৩৫ বছর বয়সী এক মহিলা (জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট) সুপ্রিম কোর্টে ২২ বিচারপতিকে তাঁর অভিযোগের কথা লিখিত জানান৷

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি৷ সেক্রেটারি জেনারেল সঞ্জীব কুমার সুধাকর কালগাঁওকর বলেন, এই অভিযোগ গগৈয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য আনা হয়েছে৷ এগুলির কোনও ভিত্তি নেই৷ এই অভিযোগ থেকেই সোমবার ক্লিনচিট পান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি৷ তিন বিচারপতির প্যানেল তাঁকে শ্লীলতাহানির অভিযোগ থেকে মুক্তি দেয়৷

গগৈয়ের বিরুদ্ধে যে প্যানেল বসে তাতে ছিলেন তিন বিচারপতি৷ বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ইন্দু মালহোত্রা ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়৷ সেই মামলার শুনানিতে তিন বিচারপতিই গগৈকে ক্লিনচিট দেন৷ তবে শুনানির মাঝপথে নিজেই সরে দাঁড়ান শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা ওই মহিলা৷ তদন্তের গতিপ্রকৃতি দেখে খুশি নন তিনি বলে জানান৷ তাঁর মত ছিল, এই বিচার প্রক্রিয়ায় ন্যায় মেলার সম্ভাবনা কম৷ সংবাদ মাধ্যমে বিবৃতিও দেন অভিযোগকারিনী৷ তিনি জানান, ‘‘আমার মনে হয় আমি বিচারকদের এই বেঞ্চের কাছে সঠিক বিচার পাবো না। তাই আমি আর এই বিচারকদের সামনে শুনানিতে হাজির হবো না। আমি এই শুনানি থেকে সরে দাঁড়ালাম৷’’ অভিযোগকারিণীর এই বক্তব্যকে হাতিয়ার করেই মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা সমাজকর্মী ও আইনজীবীরা৷ তাদের দাবি তদন্তে প্রভাব বিস্তার করে সঠিক তথ্যকে ধামা চাপা দেওয়া হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker