India & World UpdatesHappeningsBreaking News

রথযাত্রায় অসমের হাতি যাবে আহমেদাবাদে, প্রতিবাদ
Protest mounts in Assam on the issue of transportation of 4 elephants to Ahmedabad for Rath Yatra

২০ জুন: রথযাত্রা উপলক্ষে তিনসুকিয়া থেকে আহমদাবাদে চারটি হাতি পাঠানোর উদ্যোগ নিয়েছে অসমের বনবিভাগ। জয়তারা, রানি, রূপসিংহ, বাবুলাল নামে চারটি হাতিকে আহমদাবাদের সাড়ে চারশ বছরের পুরনো জগন্নাথ মন্দিরের শোভা বৃদ্ধির উদ্দেশে পাঠানো হচ্ছে। ৪ জুলাই, রথের শোভাযাত্রায় অংশ নেবে তারা। সেখানকার প্রথা হল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে হাতির মুখদর্শন করেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী স্ব-হস্তে জগন্নাথের রথ যাওয়ার রাস্তা ঝাঁট দেন। এই রথযাত্রায় ১৪ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া হয়।

Rananuj

রাজ্য সরকার এরই মধ্যে আহমেদাবাদে হাতি পাঠানোয় সবুজ সংকেত দিয়ে দিয়েছে। দিল্লির অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডও তাতে তাদের আপত্তি নেই বলে জানিয়েছে। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। এ বার রেল থেকে দর আনা হয়। তারা জানিয়েছে, ৩ লক্ষ ৪৮ হাজার টাকার বিনিময়ে ওয়াগন ভাড়া দেওয়া হবে।  তারপরই ক্ষিপ্ত হয়ে ওঠে সব পশুপ্রেমী সংগঠন। পেটার দাবি, এই তীব্র গরমে লোহার ওয়াগনে চার দিন ধরে হাতিগুলিকে বেঁধে পাঠানো হলে তা অমানবিক কাণ্ড হবে। সুপ্রিম কোর্ডেরও নির্দেশ রয়েছে, হাতি মালিকরা রাজ্যের বাইরে হাতি পাঠাতে পারবেন না। কিন্তু অসম ও অরুণাচলে সেই নিয়ম মানা হচ্ছে না। এ নিয়ে কেন্দ্রকে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker