Barak UpdatesBreaking News
রোজকান্দিতে বিক্ষোভ অব্যাহত, পথ অবরোধ
Protest continues at Rosekandy, road blocked by labourers

২ আগস্টঃ বাবুল কুমার, জয়দীপ মালি ও দিলীপ রী-কে আটকে রাখার প্রতিবাদে রোজকান্দি বাগান শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বৃহস্পতিবার রাত ১০টায় শিলচর-ধোয়ারবন্দ-হাইলাকান্দি সড়কে অবরোধ তুলে নেওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার ভোর ৫টাতেই সবাই গিয়ে সড়কে বসে পড়েন।
ফলে দুই দিকে প্রচুর যানবাহন দাঁড়িয়ে থাকে। বেলা সাড়ে ৯টার দিকে একবার অবরোধ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি হলে কিছু শ্রমিক সরে পড়েন। কিন্তু কিছুক্ষণ পরই তারা আবার রাস্তায় জমা হন। বিশাল পুলিশ বাহিনী মজুত থাকলেও শ্রমিকরা পিছু হটতে নারাজ। তাতে উদ্বেগ বাড়ছে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।