Barak UpdatesHappeningsBreaking News

জ্যোতিলাল চৌধুরীর জীবনাবসান
Prof. Jyotilal Choudhury passes away

ওয়েটুবরাক, ৭ জানুয়ারি : চলে গেলেন অধ্যাপক, সাংবাদিক, লেখক ও সমাজকর্মী জ্যোতিলাল চৌধুরী৷ আজ শুক্রবার রাত দশটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ গত ২ জানুয়ারি তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল৷ সে থেকে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছিলেন৷ শেষপর্যন্ত মেডিক্যালের আইসিইউতে তাঁর জীবনদীপ নির্বাপিত হয়৷

অনেকদিন ধরেই তিনি ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন৷ ছিল রক্তচাপেরও কিছু যন্ত্রণা৷ সে সব সঙ্গে নিয়েই হাসিমুখে নিয়মিত নিজের দায়িত্ব পালন করছিলেন৷ এর মধ্যে আচমকা পটাশিয়াম, সোডিয়াম মাত্রাতিরিক্ত কমে গেলে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন৷

জ্যোতিলাল চৌধুরী একাধারে ছিলেন সেন্টিনেল পত্রিকার এই অঞ্চলের প্রতিনিধি, গুরুচরণ কলেজ পরিচালন সমিতির সভাপতি, কাছাড় ক্যানসার হসপিটাল সোসাইটির অন্যতম কর্মকর্তা৷ বেশ কিছু গ্রন্থ লেখা এবং সম্পাদনার কাজও করছিলেন৷ গত ২৬ ডিসেম্বর মহীতোষ পুরকায়স্থের জীবন ও কর্ম বিষয়ক তাঁর দুটি গ্রন্থ প্রকাশিত হয়৷

ডিসেম্বরেই আসাম সরকার তাঁকে সাহিত্য পেনশনের জন্য মনোনীত করেছিল৷

কাছাড় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জ্যোতিলাল চৌধুরীর মৃত্যুতে উপত্যকা জুড়ে গভীর শোকের ছায়া পরিলক্ষিত হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker