Barak UpdatesBreaking News

ভোটার পরিচয় পত্রে সমস্যা? আগস্ট জুড়ে বিশেষ অভিযান
Problem in Voter I-card? Special drive for rectification in August

৩ আগস্টঃ কাছাড় জেলার যে সকল ভোটার তাদের ইলেক্টোরাল ফটো আইডেন্টিটি কার্ড  (EPIC) হারিয়েছেন কিংবা নষ্ট হয়ে গেছে অথবা মুছে গেছে  তাদের ডুপ্লিকেট  কার্ড -এর জন্য বিশেষ অভিযান শুরু হচ্ছে। আগামী ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে।

Rananuj

ওই তারিখের মধ্যে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্ধারিত ফরম বিতরণ ও সংগ্রহ করা হবে।   ডিক্লারেশন, ২০১৯ সালের ভোটার তালিকার কপি এবং হারিয়ে যাওয়া সংক্রান্ত এফআইআর কপি ওই ফর্মের সঙ্গে  জমা দিতে হবে l ফি লাগবে ২৫ টাকা। বিস্তারিত বিবরণ শিলচরের জেলা নির্বাচনী কার্যালয়ে পাওয়া যাবে  বলে জনসংযোগ দফতর এক বিবৃতিতে জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker