Barak UpdatesBreaking News
সারদা সংঘের সভাপতি পূরবী পালচৌধুরী প্রয়াতPresident of Sarada Sangha Purabi Paul Choudhury expired
২৬ ডিসেম্বর: শিলচর সারদা সংঘের সভাপতি, সমাজসেবী পূরবী পালচৌধুরী প্রয়াত হয়েছেন৷ মঙ্গলবার শেষ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭০ বছর। স্বামী ডা. শশধর পালচৌধুরী, ছেলে সত্রাজিৎ পালচৌধুুুরী সহ মেয়ে, জামাতা, নাতনী এবং অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন তিনি।
পূরবীদেবীর মেয়ে সঞ্চারী সেনগুপ্ত এবং জামাতা শান্তনু সেনগুপ্ত সিঙ্গাপুরের বাসিন্দা। তারা বৃহস্পতিবার শিলচরে এসে পৌঁছানোর পর শেষকৃত্যের কাজ সম্পন্ন হয়।
লোচন বৈরাগী রোডে আরসি দাস লেনের বাসিন্দা পূরবী পালচৌধুরী ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস। ইটখোলায় ‘মায়ের বাড়ি’ সারদা সংঘের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। তাঁর মৃত্যুতে সারদা সংঘ গভীর শোক ব্যক্ত করেছে। সাধারণ সম্পাদিকা শিপ্রা সেন সহ অন্যান্যরা বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে রামকৃষ্ণ-সারদা সঙ্গীতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা প্রত্যেকেই পূরবী পালচৌধুরীকে অত্যন্ত ভালো মানুষ বলে উল্লেখ করেন। তাঁর কর্মদক্ষতার কথা স্মরণ করে এই মৃত্যুতে সংঘের বিরাট ক্ষতি হয়েছে বলেও জানান তাঁরা।
শিলচর প্রেস ক্লাব সহ স্থানীয় সংবাদ মহলের তরফেও তার প্রতি শেষশ্রদ্ধা জানানো হয়। প্রেস ক্লাবের সম্পাদক শংকর দে, উত্তমকুমার সাহা সহ অন্যান্য সাংবাদিকরা এদিন শিলচর শ্মশানঘাটে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।