India & World UpdatesBreaking News

৫৬ জনকে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি
President gives away 56 Padma awards

১১ মার্চ : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সোমবার রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন ক্ষেত্রে দেশের কয়েকজন কৃতী ব্যক্তির হাতে পদ্ম পুরস্কার তুলে দিয়েছেন। এ বছর পদ্ম পুরস্কারের জন্য মনোনীত মোট ১১২ জনের মধ্যে এ দিন ৫৬ জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। বাকিদের এ মাসের শেষে অন্য এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে।

এ বছর পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন ছত্তিশগড়ের লোকশিল্পী তেজন বাঈ, দিজিবাঊটির সভাপতি ইসমাইল অমর আব্দুল গুলে, বিশিষ্ট লেখক তথা মারাঠা ঐতিহাসিক বাবাসাহেব পুরন্দরে ও এলঅ্যান্ডটি-র অনিলকুমার মণিভাই নায়েক।পদ্মভূষণের জন্য এ বছর মনোনীত করা হয়েছে ১৪ জনকে। এঁদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী নাম্বি নারায়ন, মালয়ালম অভিনেতা মোহনলাল, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ প্রবীন গরধন এবং প্রয়াত জার্নালিস্ট কুলদীপ নায়ার।

এ বছর ৯৪ জনকে পদ্মশ্রীর জন্য মনোনীত করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন খেলোয়াড় সুনীল ছেত্রী, গৌতম গাম্ভীর, হরিকা দ্রোনাভল্লি, শরত কমল, নৃত্যশিল্পী নর্তকি নটরাজ, কৃষক কমলা পূজহারি, রামশরত ভার্মা এবং দিব্যাঙ্গদের নিয়ে কাজ করা সমাজকর্মী মুক্তাবেন দাগলি প্রমুখ। প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়। এ বছর তালিকায় ২১ জন মহিলা, ১১ জন রয়েছেন বিদেশি, এনআরআই, পিআইও, ওসিআই এবং একজন উভলিঙ্গের প্রাপক রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker