Barak UpdatesBreaking News
Police takes away parents who sat on hunger strike & admits in hospitalঅনশনরত মা-বাবাকে তুলে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
৩১ ডিসেম্বর: অনশনরত মা-বাবাকে মঙ্গলবার বিকালে পুলিশ তুলে নিয়ে গিয়েছে৷ শিলচর সিভিল হাসপাতালে তাদের ভর্তি করিয়েছে৷
পুলিশের বক্তব্য, ডাক্তাররা দফায় দফায় দুজনের স্বাস্থ্য পরীক্ষা করান৷ বিকেলে তাঁদের স্বাস্থ্যের অবনতি ধরা পড়ে৷ তাই দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যেতে হয়৷ তাঁরা আপত্তি করলে পুলিশ টানাহ্যাঁচড়া করেই নিয়ে যায় সোনধন দাস ও সোনামণি দাসকে৷ প্রসঙ্গত, মায়ের সঙ্গে বেরিয়ে গত ৯ জুন নিখোঁজ হয় ভাইবোন সৌরভ-সুপ্রিয়া৷ এখনও তাদের হদিশ মেলেনি৷ সন্তানদের উদ্ধারের দাবিতে সোমবার আমরণ অনশনে বসেন শিলচর আশ্রম রোডের সোনধন দাস ও সোমবালা দাস৷
এর আগেও ৬ নভেম্বর তারা অনশনে বসেছিলেন৷ পুলিশের বক্তব্য, সোমবালা দাস শুরুতে উল্টোপাল্টা কথা বলছিলেন৷ মুশকিল হয় তাতেই৷ স্বামীর সঙ্গে ঝগড়া করে রাতে ছেলেমেয়েদের নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি৷ পরদিন তাকে খুঁজে পাওয়া যায়৷ ছেলেমেয়ের কথায় বিভ্রান্তিকর তথ্য দেন৷ একবার বলেন, নদীতে ভাসিয়ে দিয়েছেন৷ সে জন্য পুলিশ তাকেই গ্রেফতার করে জেলে পাঠায়৷ মৃতদেহের সন্ধান করে৷ জেল থেকে বেরিয়ে স্বামী-স্ত্রী মিলে সন্তানদের উদ্ধারের দাবি করছেন৷
সোনামণির বক্তব্য, ৯ জুন তিনি ননদের বাড়ি যাবেন বলে গাড়ির জন্য সৌরভ-সুপ্রিয়াকে নিয়ে দাঁড়িয়েছিলেন৷ একটি বিলাসী গাড়ি তাদের তুলে নেয়৷ কিছুদূর যেতেই পেছনে বসা একজন তার নাকে রুমাল চেপে ধরে৷ আর কিছু বলতে পারেন না তিনি| গভীর রাতে জ্ঞান ফিরলে দেখেন, রাস্তায় পড়ে আছেন৷ পুলিশের বক্তব্য, শুরুতেই এ সব জানালে ওই পথেই তদন্ত এগোতো৷ তবু তাঁরা শিশুদের উদ্ধারে সব ধরনের চেষ্টা করে চলেছেন৷